Lawrence Bishnoi: সলমন খানকে 'খুনের হুমকি' দেওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হঠাৎ অসুস্থ
গত মার্চে লরেন্স বিষ্ণোই দাবি করে, সিধু মুসেওয়ালার খুনে তার কোনও সংযোগ নেই। ভারত থেকে কানাডায় পালিয়ে যাওয়া গোল্ডি ব্রার খুন করেছে মুসেওয়ালাকে।
দিল্লি, ১১ জুলাই: আচমকা অসুস্থ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)। পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার খুনে অভিযুক্ত লরেন্স বিষ্ণোইকে ফরিদকোট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মাঝ রাতে ভাটিন্ডার ফরিদকোট হাসপাতালে ভর্তি করা হয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে। কড়া নিরাপত্তার মোড়কে লরেন্স বিষ্ণোইকে ফরিদকোট হাসপাতালে ভর্তি করা হয়েছ বলে খবর। প্রসঙ্গত গত মার্চে লরেন্স বিষ্ণোই দাবি করে, সিধু মুসেওয়ালার খুনে তার কোনও সংযোগ নেই। ভারত থেকে কানাডায় পালিয়ে যাওয়া গোল্ডি ব্রার খুন করেছে মুসেওয়ালাকে।
যদি ও মুসেওয়ালার খুন যে দাবিই করুক কেন বিষ্ণোই, সলমন খানকে (Salman Khan) হুমকি দিয়ে একের পর এক চিঠি পাঠানো হয় তার অঙ্গুলিহেলনেই। কৃষ্ণসার শিকার মামলায় সলমন খান ক্ষমা না চাইলে, তার ফল অভিনেতাকে ভুগতে হবে বলে হুমকি দেয় লরেন্স বিষ্ণোই। কৃষ্ণসার মামলায় সলমনকে প্রকাশ্যে ক্ষমতা চাইতে হবে বলে সম্প্রতি দাবি করে বিষ্ণোই।