Madhya Pradesh Accident: অমিত শাহর সভা থেকে ফেরার পথে বড় দুর্ঘটনা, দুটি বাসে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় হত ৮, ক্ষতিপূরণ ১০ লক্ষের

শুক্রবার মধ্যপ্রদেশের সিধিতে বড় দুর্ঘটনা। টায়ার ফেটে যাওয়া একটি ট্রাক সজোরে ধাক্কা মারে পার্কিংয়ে থাকা দুটি বাসে।

Sidhi road accident. (Photo Credits: Twitter/ANI)

শুক্রবার মধ্যপ্রদেশের সিধিতে বড় দুর্ঘটনা। টায়ার ফেটে যাওয়া একটি ট্রাক সজোরে ধাক্কা মারে পার্কিংয়ে থাকা দুটি বাসে। বাস দুটিতে যাত্রী বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় বাসটি দুটি কার্যত উল্টে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান ৮ জন, গুরুতর জখম হন ২০ জন। দুর্ঘটনায় পড়া বাসটিতে থাকা যাত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র জনসভায় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে ১০ লক্ষ ও গুরুতর জখমদের ২ লক্ষ, ও সাধারণ আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন শিবরাজ চৌহান। আহতদের দেখতে রেওয়া মেডিক্যাল কলেজে যান। দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়ে শোক জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেখুন টুইট

দেখুন টুইট

মোহানিয়া টানেলের কাছে বারখাদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণে দুটি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। আচমকা একটা ট্রাক এসে ধাক্কা মারে বাস দুটিতে। ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে সজোরে বাস দুটিতে ধাক্কা মারে।



@endif