Shopian encounter: সোপিয়ানে সেনা অভিযানে নিকেশ তিন লস্কর জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও পিস্তল

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে মুঞ্জ মার্গ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াইয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র সাথে যুক্ত তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

Shopian encounter Photo Credit: Twitter@ANI

জম্মু  ও কাশ্মীর, ২০ ডিসেম্বরঃ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ান এলাকায়, এমনই নির্দিষ্ট খবর ছিল সেনাবাহিনীর কাছে। সেই অনুযায়ী সোপিয়ান জেলার মুঞ্জ মার্গ এলাকায় তল্লাশি অভিযান শুরু হতেই . উল্টো দিক থেকে ছুটে আসে গুলি। শুরু হয় গুলির লড়াই।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে মুঞ্জ মার্গ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াইয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসবাদী (3 Lashkar-e-Taiba Terrorists)নিহত হয়েছে। তাদের শনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে।

গোটা এলাকা নিরাপত্তারক্ষীরা মুড়ে রেখেছে কড়া নিরাপত্তায়। দেখুন সেই ছবি-

 কাশ্মীরের এডিজিপি জানিয়েছেন নিহত ৩ সন্ত্রাসবাদীদের মধ্যে ২জনকে চিহ্নিত করা গেছে। এদের মধ্যে সোপিয়ানের লতিফ লোন হিসাবে চিহ্নিত  যারা কাশ্মীরি পন্ডিত পুরাণ কৃষ্ণ ভাটকে হত্যার সঙ্গে জড়িত  এবং অপর একজন অনন্তনাগ অঞ্চলের উমর নাজির যে নেপালের তিল বাহাদুর থাপাকে হত্যার সঙ্গে জড়িত৷ জঙ্গিদের নিকেশ করার পর ১টি একে৪৭( 1 AK 47) রাইফেল এবং ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।



@endif