Shocking Viral Video: অ্যাম্বুলেন্সকে এক হাজার টাকা দিতে না পারায় রাস্তায় গর্ভবতী মহিলাকে ফেলে পালাল চালক (দেখুন ভিডিও)

উত্তরপ্রদেশের হামিরপুরে ঘটে গেল এক বেদনাদায়ক ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক অন্তস্বত্তা মহিলাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলেন অ্যাম্বুলেন্সের চালক।

Photo Credit_Twitter

উত্তরপ্রদেশের হামিরপুরে ঘটে গেল এক বেদনাদায়ক ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক অন্তস্বত্তা মহিলাকে রাস্তায়  নামিয়ে দিয়ে গেলেন অ্যাম্বুলেন্সের চালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে পান্ধারি গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে অন্তস্বত্তা মহিলার আত্মীয়রা ওরকম অবস্থায় তাঁকে সাহায্য করার চেষ্টা চালাচ্ছেন রাস্তার ওপরেই। চালককে ১০০০ টাকা দিতে না পারার জন্য মহিলাকে রাস্তায় নামিয়ে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান।

 

গর্ভবতী মহিলার এক আত্মীয় জানিয়েছেন , যে গাড়ির চালককে ১০০০টাকা দিলে সে ঐ গর্ভবতী মহিলাকে ও হাসপাতালে নামিয়ে দিত, তবে পরিবারের কাছে সেই মুহুর্তে অত টাকা ছিলনা  তাই ড্রাইভার তাদের রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চম্পট দেয়। জানা গেছে গর্ভবতী মহিলা কয়েক ঘণ্টা ধরে রাস্তায় বসে ছিলেন।