Shocking: তরুণীর উরুতে হাত দিয়ে ঘুম, বিমানের মধ্যে অভব্যতার অভিযোগ সহযাত্রীর বিরুদ্ধে

সালোনি যখন ঘুমোচ্ছিলেন, উঠে দেখেন রঙ্গনাথন তাঁর উরুতে হাত দিয়ে রয়েছেন এবং ঘুমের ভান করছেন। তিনি রঙ্গনাথনকে ডেকে তোলেন এবং ওই ব্যবহারে বিরত থাকার কথা বলেন। কিন্তু ১৫ মিনিট পর ফের রঙ্গনাথন সেই একই ব্যবহার করেন।

Flight Video (Photo Credit: Screen Grab)

দিল্লি, ৯ নভেম্বর: ফ্র্যাঙ্কফুট থেকে বেঙ্গালুরুতে আসার সময় সহযাত্রী তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন। অত্যন্ত আপত্তিজকভাবে বিমানের ওই সহযাত্রী তাঁক স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন বছর ৩২-এর এক তথ্য প্রযুক্তি কর্মী। ওই তরুণীর অভিযোগ, তিনি যখন ফ্র্যাঙ্কফুট থেকে বেঙ্গালুরুতে ফিরছিলেন, সেই সময় বিমানের এক সহযাত্রী তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেছেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা সালোনি সোমবার রাতে লুফৎহংসার বিমানে করে ফ্র্যাঙ্কফুট থেকে বেঙ্গালুরুতে ফিরছিলেন। ওই সময় শঙ্করনায়ারণ নামে বছর ৫২-র ওই ব্যক্তি সালোনিকে অশ্লীলভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এমনকী বিমানের মধ্যে তাঁকে হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ সালোনির।

সালোনি যখন ঘুমোচ্ছিলেন, উঠে দেখেন রঙ্গনাথন তাঁর উরুতে হাত দিয়ে রয়েছেন এবং ঘুমের ভান করছেন। তিনি রঙ্গনাথনকে ডেকে তোলেন এবং ওই ব্যবহারে বিরত থাকার কথা বলেন। কিন্তু ১৫ মিনিট পর ফের রঙ্গনাথন সেই একই ব্যবহার করেন। এরপর সালোনি উপায়ন্তর না দেখে কেবিন ক্রুকে ডেকে গোটা বিষয়টি খুলে বলেন। পাশাপাশি সালোনি (নাম পরিবর্তিত) নামে ওই মহিলা থানায় অভিযোগও দায়ের করেন রঙ্গনাথন নামে ওই মাঝ বয়সী ব্যক্তির বিরুদ্ধে।



@endif