INDIA Meeting In Mumbai: ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক ৩১ অগাস্ট মুম্বইয়ে , এবার উদ্ধবের শিবসেনার ডাকে একসঙ্গে বসবেন রাহুল-মমতা-কেজরিরা

গামী ৩১ অগাস্ট থেকে দু' দিনের বৈঠকের আয়োজক উদ্ধব ঠাকরের শিবসেনার। এমন কথাই জানালেন শিবসেনার সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত।

Opposition Meet. (Photo Credits: Twitter)

পটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বই। জেডি (ইউ), কংগ্রেসের পর এবার শিবসেনা (উদ্ধব ঠাকরে)। বিজেপি বিরোধী ২৬টি দলের জোট INDIA-র পরবর্তী বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। আগামী ৩১ অগাস্ট থেকে দু' দিনের বৈঠকের আয়োজক উদ্ধব ঠাকরের শিবসেনার। এমন কথাই জানালেন শিবসেনার সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি জানালেন, পটনা এবং বেঙ্গালুরুর পর INDIA-র পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। এই বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কী কৌশল নেওয়া যায় তা ঠিক করবেন বিরোধী জোটের নেতারা। শরদ পাওয়ারের এনসিপি-র সহায়তা নিয়ে মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠক ডাকেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে।

নীতীশ কুমারের ডাকে পটনায় বিরোধী জোটে কংগ্রেস ও আপ-এর একসঙ্গে বসা নিয়ে সংশয় হয়েছিল। দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে কংগ্রেসের সমর্থন পেয়ে বেজায় খুশি অরবিন্দ কেজরিওয়াল কর্ণাটকে বিরোধীদের বৈঠকে বড় ভূমিকা নেন। ইন্ডিয়া জোটের এক নেতা বললেন, পটনায় বিরোধী জোটের সলতে পাকানো হয়েছিল। এরপর কর্ণাটকে নামকরণ ও সমীকরণ জমে যায়। মুম্বই থেকে এবার ঝাঁপিয়ে পড়ার পালা বলে মনে করছেন তিনি। এবার ইন্ডিয়ার নেতারা একসঙ্গে দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলনে নামতে চলেছেন বলে মনে করা হচ্ছে। এখন থেকে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকার বিষয়ে সম্মতি জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, অখিলেশ যাদবরা। উপস্থিত থাকতে চলেছে কংগ্রেস, আরজেডি, পিডিপি, এনসিপি, জেএমএম, ডিএমকে-র মত দলেরাও।

দেখুন টুইট

সংসদে INDIA জোটের সাংসদরা একসঙ্গে ঝাঁপানোয় বিজেপি চিন্তায় পড়েছে বলে দাবি। অশান্ত মণিপুরে গিয়েছিলেন INDIA-জোটের প্রতিনিধিরা যাওয়ার পর গেরুয়া শিবিরে চাপ বেড়েছে। জোটের নাম INDIA রাখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজিরবিহীন আক্রমণকেও বিজেপির চাপে থাকার প্রমাণ হিসেবেই দাবি করছেন বিরোধী জোটের নেতা।