Sharjeel Imam to Contest Bihar Election: 5 বছর তিহার জেলে বন্দি JNU-র ছাত্র শার্জিল ইমাম লড়বেন বিহারের ভোটে, উমর খালিদের বন্ধু চাইলেন জামিনের অনুমতি
বিহার বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন পাঁচ বছর ধরে তিহার জেলে বন্দি শার্জিল ইমাম। ২০২০ সালে দিল্লি দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেএনইউয়ের ছাত্র শার্জিলের জেল হয়েছিল। উমর খালিদের মতই শার্জিলও দীর্ঘ পাঁচ বছর ধরে বিচারহীন বন্দি হয়ে তিহার জেলে রয়েছেন।
Sharjeel Imam to Contest Bihar Election: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) লড়তে চলেছেন পাঁচ বছর ধরে তিহার জেলে বন্দি শার্জিল ইমাম। উমর খালিদের (Umar Khalid) বন্ধু শার্জিল জনতার দরবারে বিচার চাইছেন। ২০২০ সালে দিল্লি দাঙ্গায় (Delhi Riot 2020) বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জেএনইউয়ের ছাত্র শার্জিলের জেল হয়েছিল। উমর খালিদের মতই শার্জিলও দীর্ঘ পাঁচ বছর ধরে বিচারহীন বন্দি হয়ে তিহার জেলে রয়েছেন। কিষাণগঞ্জ বাহাদুরগঞ্জ বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হয়ে লড়বেন। ভোটপ্রচারের জন্য শার্জিল ইমাম দুসপ্তাহের জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন। গত বছর লোকসভা ভোটে জেলবন্দি থাকা অবস্থায় ভোটে লড়ে নির্দল প্রার্থী হয়ে জয় পেয়েছিলেন আব্দুল রশিদ শেখ ইঞ্জিনিয়র। আদালতে বিচারের অপেক্ষায় থাকা শার্জিল এখন জনতার দরবারে বিচার চাইছেন।
২০২০ সালের ২৮ জানুয়ারি শার্জিলকে গ্রেফতার করা হয়েছিল
২০২০ সালের ২৮ জানুয়ারি দিল্লি পুলিশ শার্জিলকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি ২০১৯-২০২০ সালের শান্তিপূর্ণ প্রতিবাদে সিএএ-এর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে জাতিগত উত্তেজনা সৃষ্টি করেছিলেন। তবে এতগুলো বছর জেলবন্দি থাকলে আদালতে তাঁর বিচার হয়নি এখন। বাহাদুরগঞ্জ বিধানসভায় গতবার জিতেছিলেন আসাউদ্দিন ওয়েইসির দলের প্রার্থী। গতবার বিজেপি এই আসনে প্রার্থী দেয়নি, এনডিএর দল বিকাশশীল পার্টি লড়েছিল বাহাদুরগঞ্জ আসনে।
দেখুন খবরটি
সিএএ প্রতিবাদে সরব ছিলেন শার্জিল
উমর খলিদের সঙ্গে শার্জিলকে নাগরিক সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ঝড় তোলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হল জাতিগত উস্কানি, দাঙ্গা প্ররোচনা এবং অসংবৈধ কার্যক্রম (প্রিভেনশন) আইন (ইউএপিএ) এর অধীনে রয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)