Sextortion and Online Blackmailing: অনলাইন ব্ল্যাকমেলিং থেকে নিজেকে সুরক্ষিত রাখার বেশ কিছু উপায় জানাল সাইবার বিভাগ
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সাইবার বিভাগের তরফে জানানো হয়েছে বেশ কিছু পদক্ষেপ
অনলাইনে যৌন প্রতারনামূলক বিষয় এখনকার দিনে অন্যতম মাথাব্যাথার করান হয়ে দাঁড়িয়েছে। যাদের ফাঁদে পড়ে বহু মানুষজন ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এছাড়া তাদের ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে টাকা।
এই ধরনের সমস্যা এখন খুবই সাধারন বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যার মধ্যে রয়েছে ভিডিও কলের মাধ্যমে প্রতারনা।ফোনে লিংক পাঠিয়ে সেই লিংঙ্কে ক্লিকের মাধ্যমে আপনার গোপন তথ্য ফাঁস হওয়ার মতন বিষয়। এই সব ঘটনার জেরে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। কেউ বা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ।
তাই এইসব বিষয়কে মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সাইবার দোস্ত (Cyber Dost) নামে কিছু বিষয় প্রকাশ করেছে সাইবার সেফটি ডিপার্টমেন্ট। যেখানে কয়েকটি পদ্ধতি মেনে চলার মাধ্যমে আপনি এই ধরনের সমস্যা থেকে নিস্তার পেতে পারেন।
যার মধ্যে রয়েছে কখনই কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় না দেওয়া, ডেটিং অ্যাপগুলি থেকে দুরত্ব বজায় রাখা, অজানা ভিডিও কল না তোলার মতন বিষয়গুলি।