Andhra Pradesh: কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৭ শ্রমিক, আহত আরও ৪
এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশে(Andhra Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। কাজ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ৭ শ্রমিকের(Labourers)। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনন্তপুর জেলার(Anantpur District) থালাগালপাল্লেতে। জানা গিয়েছে, একটি গাড়িতে চেপে নেল্লুতলা গ্রাম থেকে কুট্টুলুরু মন্ডলে কাজ করতে যাচ্ছিলেন ওই শ্রমিকেরা। পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি আরটিসি বাস। উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুই শ্রমিকের। পরবর্তীতে হাসপাতালে আরও তিন শ্রমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আটক করা হয়েছে আরটিসি বাসের চালককে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, আহতদের যাতে সঠিক চিকিৎসা হয় সেই দিকে নজর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
কাজে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৭ শ্রমিক, আহত আরও ৪