Earthquakes in India: ভারতে যে কোনও সময় হতে পারে শক্তিশালী ভূমিকম্প! আশঙ্কা NGRI বিজ্ঞানীদের

ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক, সিরিয়ার অবস্থা দেখে আঁতকে উঠেছে বিশ্ব। তুরস্ক ও সিরিয়ায় ৪৫ হাজারেরও বেশী মানুষের মৃত্যু, দেশের অনেকটা অংশ পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হতে দেখেছে দুনিয়া।

Earthquake (Photo Credits: Pixabay)

ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক, সিরিয়ার অবস্থা দেখে আঁতকে উঠেছে বিশ্ব। তুরস্ক ও সিরিয়ায় ৪৫ হাজারেরও বেশী মানুষের মৃত্যু, দেশের অনেকটা অংশ পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হতে দেখেছে দুনিয়া। এতে বুক কেঁপেছে ভারতীয়দেরও। কারণ বেশ কয়েক মাস ধরেই দেশের কিছু অংশ বারবার কেঁপে উঠছে। এই নিয়ে বলতে গিয়ে হায়দরাবাদে অবস্থিত জাতীয় ভূপদার্থবিদ্যা গবেষক সংস্থা আশঙ্কার কথা শোনাল। এনজিআরআই ( National Geophysical Research Institute)-য়ের প্রধান বিজ্ঞানী পূর্ণচন্দ্র রাও বললেন, পৃথিবীর ভূ পৃষ্ঠে বেশ কয়েক ধরনের প্লেট আছে যেগুলো সব সময় ঘুরছে। ভারতের প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার করে সরছে। এর ফলে হিমালয় এবং তাঁর সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে।"

এরপর NGRI-র প্রধান পূর্ণচন্দ্র রাও জানালেন, " হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ নেপালের পশ্চিম ভাগে সেসমিক গ্যাপ থাকায় সেই অঞ্চলে যে কোনও দিন বড় ধরনের ভূমিকম্প হতে পারে।"

দেখুন টুইট

দেখুন টুইট

উত্তরাখণ্ডে NGRI-র ১৮টি সিসেমোগ্রাফের শক্তিশালী নেটওয়ার্ক থাকার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত এক দেড় বছরে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, কাশ্মীরে বারবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।



@endif