'Secret Memo' is Propaganda Against India: 'সিক্রেট মেমো'র খবর ভুয়ো, ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জানাল বিদেশ মন্ত্রক (দেখুন টুইট)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, "আমরা দৃঢ়ভাবে দাবি করি যে এই ধরনের প্রতিবেদনগুলি জাল এবং সম্পূর্ণ বানানো।এমন কোনো স্মারকলিপি নেই। এটি একটি অবিচ্ছিন্ন মিথ্যা তথ্য প্রচারের অংশ।"
আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক স্তরে ভারতের বিরুদ্ধে কুৎসা রটাতে ভুয়ো ভারতীয় মেমো-র খবর সামনে এসেছে। একটি বিদেশী গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গোপন ভারতীয় মেমোতে খলিস্তানী সন্ত্রাসবাদী নিজ্জরের হত্যার দুই মাস আগে কানাডায় হরদীপ সিং নিজ্জরের বিরুদ্ধে "কংক্রিট ব্যবস্থা" করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই খবর সামনে আসতেই ভারত সরকার তার যোগ্য জবাব দিয়েছে। ২০২৩ সালের এপ্রিলে বিদেশ মন্ত্রকের 'গোপন স্মারকলিপি'-এর রিপোর্টের উপর মিডিয়ার প্রশ্নের জবাবে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, "আমরা দৃঢ়ভাবে দাবি করি যে এই ধরনের প্রতিবেদনগুলি জাল এবং সম্পূর্ণ বানানো।এমন কোনো স্মারকলিপি নেই। এটি একটি অবিচ্ছিন্ন মিথ্যা তথ্য প্রচারের অংশ।" তিনি আরও বলেন- যে প্রতিবেদনটিতে নিজ্জর সম্পর্কিত প্রশ্ন গুলো করা হয়েছে সেটি পাকিস্তানি গোয়েন্দাদের দ্বারা ছড়িয়ে দেওয়া ভারতের বিরুদ্ধে জাল বর্ণনা প্রচার করার জন্য পরিচিত। যারা এই ধরনের ভুয়ো খবর প্রচার করে তারা শুধুমাত্র তাদের নিজস্ব বিশ্বাসযোগ্যতার মূল্যে এটি করে।"