SBI Cuts Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
একমাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটে (Fixed deposits) সুদের হার (Interest rates) কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ১০ মার্চ থেকেই সংশোধিত সুদের হার কার্যকর হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক। সংশোধিত হার অনুযায়ী, স্টেট ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫ শতাংশ থেকে কমে হল ৪ শতাংশ। এক বছর পাঁচ বছরের কম ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে কমে হল ৫.৯ শতাংশ। পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৯ শতাংশ।
নতুন দিল্লি, ১১ মার্চ: একমাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটে (Fixed deposits) সুদের হার (Interest rates) কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ১০ মার্চ থেকেই সংশোধিত সুদের হার কার্যকর হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক। সংশোধিত হার অনুযায়ী, স্টেট ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫ শতাংশ থেকে কমে হল ৪ শতাংশ। এক বছর পাঁচ বছরের কম ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে কমে হল ৫.৯ শতাংশ। পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৯ শতাংশ।
এসবিআই (SBI) জানিয়েছে, সিনিয়র সিটিজেনরা সাধারণদের থেকে ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন। এই হার ২ কোটির কম আমানতেও প্রযোজ্য় হবে।
সাধারণদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার:
- ৭ থেকে ৪৫ দিন- ৪ শতাংশ
- ৪৬ থেকে ১৭৯ দিন- ৫ শতাংশ
- ১৮০ থেকে ২১০ দিন- ৫.৫ শতাংশ
- ২১১ দিন থেকে এক বছরের কম- ৫.৫ শতাংশ
- ১ বছর থেকে ২ বছরের কম- ৫.৯ শতাংশ
- ২ বছর থেকে ৩ বছর কম- ৫.৯ শতাংশ
- ৩ বছর থেকে ৫ বছরের কম- ৫.৯ শতাংশ
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৫.৯ শতাংশ
সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার:
- ৭ থেকে ৪৫ দিন- ৪.৫ শতাংশ
- ৪৬ থেকে ১৭৯ দিন- ৫.৫ শতাংশ
- ১৮০ থেকে ২১০ দিন- ৬ শতাংশSBI Cuts Fixed Deposit Rates
- ২১১ দিন থেকে এক বছরের কম- ৬ শতাংশ
- ১ বছর থেকে ২ বছরের কম- ৬.৪ শতাংশ
- ২ বছর থেকে ৩ বছর কম- ৬.৪ শতাংশ
- ৩ বছর থেকে ৫ বছরের কম- ৬.৪ শতাংশ
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.৪ শতাংশ
এসবিআই বলেছে যে নতুন ফিক্সড ডিপোজিট ও চলতি ফিক্সড ডিপোজিট রিনিউয়ের ক্ষেত্রে নতুন সুদের হার প্রযোজ্য হবে। এসবিআই সুদের হার কমানোয় মনে করা হচ্ছে যে অন্য ব্যাঙ্কগুলিও একই রাস্তায় হাঁটবে।