Sexual Harassment: নাবালিকাকে 'আয় আয়' বলাটাকে যৌন হেনস্থা হিসেবে ধরা হবে, জানাল মুম্বই আদালত

নাবালিকাকে আয় আয় বা 'আজা আজা' বলে বারবার ডাকাটাকে যৌন হেনস্থা হিসেবে ধরা হবে। এমনই জানাল মুম্বই আদালত।

Representational Image (Photo Credits: File Photo)

নাবালিকাকে আয় আয় বা 'আজা আজা' বলে বারবার ডাকাটাকে যৌন হেনস্থা হিসেবে ধরা হবে। এমনই জানাল মুম্বই আদালত। ২০১৫ সালের সেপ্টেম্বরে মুম্বইয়ে গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে ১৫ বছরের দশম শ্রেণীতে পড়া এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। দশম শ্রেণীতে পড়া ছাত্রীটি ফরাসি ভাষা পড়ে বাড়ি ফেরার পথে সাইকেল চড়ে মাঝ কুড়ির এক ব্যক্তির হাতে যৌন হেনস্থার শিকার হয়। সাইকেল থেকে সেই ব্যক্তিকে ছাত্রীটিকে বারবার কটুক্তি করে বলত, আজা আজা... ।

সে পাশের বিল্ডিংয়ে নাইট ওয়াচম্যানের কাজ করত। মেয়ের কাছ থেকে সব শুনে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করেছিল মা। পুলিশ তদন্তের পর ব্যক্তিকে পোসোকো আইনে গ্রেফতার করে। সেই ব্যক্তির আইনজীবী দাবি করেন, এটাকে যৌন হেনস্থা বলা যাবে না। এরপরই মুম্বইয়ের এক আদালত জানায় 'আজা আজা' বলে বারবার ডাকাটাকে যৌন হেনস্থা হিসেবে ধরা হবে। আরও পড়ুন-কোনও ব্যক্তির চেহারা এবং চালচলন নিয়ে মন্তব্য যৌন হয়রানি নয়, জানাল পাতিয়ালা হাউস কোর্ট

সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাবালিকাকে আজা আজা করে বারবার ডেকে যৌন হেনস্থা করেন। এই মামলায় রায় দিতে গিয়ে মুম্বইয়ের ধিনদোশির আদালত জানায়, আজা আজা করে ডাকাটাকে যৌন হেনস্থা হিসেবে ধরা হবে। ২০১৫-তে গ্রেফতার হওয়ার পর সেই ব্যক্তিকে মাস ছয়েকের মধ্যে জামিন পয়ে গিয়েছিল।