Mumbai Temperature: শীতে রেকর্ড গরম মুম্বইয়ে, দেশের সবচেয়ে গরম এখন সান্তাক্রুজে

দেশ এখন শীতে কাঁপছে। উত্তর ভারতের কিছু জায়গায় রীতিমত শৈতপ্রবাহ চলছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।

Mumbai (Photo Credit: Twitter)

মুম্বই, ১৬ ডিসেম্বর: দেশ এখন শীতে কাঁপছে। উত্তর ভারতের কিছু জায়গায় রীতিমত শৈতপ্রবাহ চলছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কুলু-মানালি সহ হিমাচলপ্রদেশের বেশ কিছু জায়গায় বরফও পড়ছে। পূর্ব ভারতেও জাঁকিয়ে পড়েছে শীত। কিন্তু মুম্বই আছে মুম্বইতেই। মুম্বইয়ে এই শীতকালেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। মুম্বইয়ের সর্বনিম্ন তাপমাত্রা এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশী।

এর মধ্যে আইএমডি (IMD) জানাল, গতকাল শুক্রবার দেশের সবচেয়ে উষ্ণতম স্থান ছিল মুম্বইয়ের সান্তাক্রজ (Santacruz)। যে সান্তাক্রুজে তাবড় তাবড় বলিউডে সেলেবদের বাস। সেখানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশে যাই হোক, মুম্বইয়ে কিন্তু এখন রীতিমত গ্রীষ্মকাল।

দেখুন টুইট

শীতকালে মুম্বইয়ে কখনই সেভাবে ঠান্ডা পড়ে না। তবে এবার মাঝ ডিসেম্বরে এসেও একেবারে চাঁদিফাটা গরম মায়ানগরীতে।