একাদশীতে লঞ্চ করানোর কারণেই আমেরিকা চন্দ্রাভিযানে সফল হয়েছিল, বললেন প্রাক্তন আরএসএস কর্মী সামভাজি ভিদে
আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা) তাদের ৩৯তম চেষ্টায় তাদের চন্দ্রযান সফলভাবে চাঁদে নামাতে সক্ষম হয়েছিল। আর নীল আর্মস্ট্রংয়ের দেশের এই সাফল্যের পিছনে নাকি একাদশী-র মহাযোগের অবদান। অন্তত এমনটাই দাবি প্রাক্তন আরএসএস কর্মী সামভাজি ভিদে-র। আমেরিকা চাঁদের মাটিতে চন্দ্রযান পাঠানোর প্রথম ৩৮ বার অনেক চেষ্টার পরেও সফল না হওয়ার পিছনে অশুভ সময়কেই দায়ি করে সামাভাজি বলেন, একাদশী হল চন্দ্রযান লঞ্চ করার শুভ সময়।
পুনে, ১০ সেপ্টেম্বর: আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র (NASA) তাদের ৩৯তম চেষ্টায় তাদের চন্দ্রযান সফলভাবে চাঁদে নামাতে সক্ষম হয়েছিল। আর নীল আর্মস্ট্রংয়ের দেশের এই সাফল্যের পিছনে নাকি একাদশী-র মহাযোগের অবদান। এমনটাই দাবি প্রাক্তন আরএসএস কর্মী সামভাজি ভিদে (Sambhaji Bhide)-র। আমেরিকা চাঁদের মাটিতে চন্দ্রযান পাঠানোর প্রথম ৩৮ বার অনেক চেষ্টার পরেও সফল না হওয়ার পিছনে অশুভ সময়কেই দায়ি করে সামাভাজি বলেন, একাদশী হল চন্দ্রযান লঞ্চ করার শুভ সময়। আমেরিকা সেটা তাদের ৩৯তম চেষ্টার সময় করেছিল বলেই সাফল্য পায়।
ইসরো-র চন্দ্রযান-২ নিখোঁজ ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রাক্তন আরএসএস কর্মী সামভাজি ভিদে-র দাবি, মহাকাশ অভিযানের আগে শুভ দিন দেখে তবে সেটি লঞ্চ করা উচিত। এই নিয়ে বলতে গিয়ে ভিদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চন্দ্রাভিযানে সফল হয়েছিল, কারণ সেটা ভারতীয় সময়ানুযায়ী একাদশীতে লঞ্চ করেছিল। একাদশীতে চন্দ্রাভিযান করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বলে তিনি জানালেন। আরও পড়ুন-সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার হাতে খতম পাক জঙ্গি ও সেনার দল, প্রকাশ্যে সেই ভিডিও
হিন্দু তিথি অনুযায়ী একাদশী-র একটা আলাদা তাৎপর্য আছে। কিন্তু সেটার সঙ্গে চন্দ্রাভিযানের যোগ করে অবাক করা দাবি করলেন তিনি।
কোরেগাঁও ভিমা দাঙ্গা মামলায় অভিযুক্ত থাকা মহারাষ্ট্রের প্রাক্তন এই আরএসএস কর্মীকে প্রমাণের অভাবে গ্রেফতার করা যায়নি। এবারই প্রথম নয়, এর আগেও হাস্য়কর বক্তব্যের জন্য তিনি খবরে এসছিলেন। ভিদে বলেছিলেন, ' আমার বাগানের আম খেলে দম্পতি-রা পুত্র সন্তানের জন্ম দিতে পারবে।''