IPL Auction 2025 Live

Mulayam Singh Yadav: করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব, উপসর্গহীন ৮০ বছরের রাজনীতিক

বুধবার করোনা আক্রান্ত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিক মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। দলীয় সূত্রে জানা গিয়েছে, মারণ ভাইরাসে আক্রান্ত হলেও উপসর্গহীন মুলায়ম সিং যাদব। এই মুহূর্তে সস্ত্রীক মুলায়ম অন্য চিকিৎসার জন্য গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, কোভিডে আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালেই ভর্তি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসকরা জানিয়েছেন, ৮০ বছরের রাজনীতিক মূত্রথলিতে সংক্রমণে ভুগছেন মুলায়ম।

মুলায়ম সিং যাদব (Photo Credits: PTI)

লখনউ, ১৫ অক্টোবর: বুধবার করোনা আক্রান্ত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিক মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। দলীয় সূত্রে জানা গিয়েছে, মারণ ভাইরাসে আক্রান্ত হলেও উপসর্গহীন মুলায়ম সিং যাদব। এই মুহূর্তে সস্ত্রীক মুলায়ম অন্য চিকিৎসার জন্য গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, কোভিডে আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালেই ভর্তি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকিৎসকরা জানিয়েছেন, ৮০ বছরের রাজনীতিক মূত্রথলিতে সংক্রমণে ভুগছেন মুলায়ম। সেকারণেই মেদান্ততে ভর্তি হন তিনি। তাঁর স্ত্রী সাধনা যাদবের শরীরেও মিলেছে করোনাভাইরাসের জীবাণু। দুজনেই এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। প্রবীণ নেতার শরীরের করোনার কোনও উপসর্গ এখনও মেলেনি। আরও পড়ুন-Hyderabad Rains: প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হায়দরাবাদে, মৃত ১১

ছেলে অখিলেশ যাদব ইতিমধ্যেই জানিয়েছেন যে, ভাল আছেন বাবা মুলায়ম সিং যাদব। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।