Salil Kapoor: নিজের মাথায় নিজেই গুলি,আত্মঘাতী অ্যাটলাস সাইকেলের প্রাক্তন সভাপতি

পুলিশসূত্রে আরও জানা গিয়েছে, সলিলের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য পাঁচ ব্যক্তিকে দায়ী করা হয়েছে।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সাইকেলের(Cycle) জগতে বেশ পরিচিত নাম 'অ্যাটলাস সাইকেল( Atlas Cycles)।' আর এই সংস্থার প্রাক্তন সভাপতি(Ex President) ছিলেন সলিল কাপুর(Salil Kapoor)। দিল্লির(Delhi) আওরঙ্গজেব লেনের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার সেই তিনতলা বাড়ির নীচে মৃত অবস্থায় পাওয়া যায় বছর ৬৫-এর সলিল কাপুরকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এক পুলিশকর্তা বলেছেন, "বাড়ির ভিতর মন্দিরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ। সঙ্গে-সঙ্গে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। আমাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছে।" পুলিশসূত্রে আরও জানা গিয়েছে, সলিলের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য পাঁচ ব্যক্তিকে দায়ী করা হয়েছে। এই পাঁচজন নানাভাবে তাঁকে হুমকি দিত বলে দাবি করা হয়েছে এই সুইসাইড নোটে। এটি তাঁর নিজের হাতে লেখা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ২০১৫ সালে সলিল কাপুরকে গ্রেফতার করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। তাঁর বিরুদ্ধে ৯ কোটি টাকার প্রতারণার মামালা করা হয়। তবে পরে অবশ্য অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আত্মঘাতী অ্যাটলাস সাইকেলের প্রাক্তন সভাপতি



@endif