Delhi Metro: রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন দিল্লি মেট্রো, অসুবিধার সম্মুখীন বহু যাত্রী

একনাগাড়ে বৃষ্টিপাতের কারণে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। ব্যাহত যান চলাচল। এমনকী মেট্রো স্টেশন চত্বরেও জমেছে জল। সূত্রের খবর, একাধিক মেট্রো স্টেশনে বৃষ্টির কারণে জল প্রবেশ করেছে। যার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে সাকেত মেট্রো স্টেশনের (Saket Metro Station) কাছে এক হাঁটু জল জমে যায়। যার ফলে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী। বাইক, গাড়ি কোনওকিছুই চলাচল করতে পারছে না।  জলস্তর বৃদ্ধি পেলে স্টেশনের মধ্যেও জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মেট্রো রোল কর্তৃপক্ষ।

এক কলেজ ছাত্রী বলেন, আমাদের এখানে ইনস্টিটিউট রয়েছে। ক্লাস করতে এসেছিলাম। কিন্তু যেতে পারব কিনা বুঝতে পারছি না। বেহাল অবস্থা ড্রেনেজ সিস্টেমের। একবার বৃষ্টিতেই এই অবস্থা, এখনও তো অনেকদিন ধরে বৃষ্টি হবে। সরকার আগে থেকেই যখন জানতো তখন আগাম পদক্ষেপ নিলে এই সমস্যা হতো না।

এদিন সকালে দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে ভারি বৃষ্টির কারণে একাধিক স্টেশনে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে শুরু হবে জল বের করার কাজ। বর্তমানে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫-এ বন্ধ ঢোকা ও বেরোনোর গেট। ফলে ওই স্টেশনে মেট্রো দাঁড়াবে না এবং দিল্লি এয়ারোসিটি মেট্রো স্টেশন থেকে টার্মিনাল ১ দিল্লি বিমানবন্দরে ট্রেন চলাচল আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখে কর্তৃপক্ষ।



@endif