Russia-Ukraine War: সাহায্য চাইলে, ইউক্রেন থেকে উদ্ধার কাজে ভারত অন্য দেশের পাশে দাঁড়াবে, জানাল বিদেশ মন্ত্রক
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, 'ভারতের নিয়মনীতি অনুযায়ী, যে কোনও দেশকে আমরা সাহায্য করতে প্রস্তুত। কোনও দেশ যদি আমাদের কাছে আবেদন জানায় উদ্ধারের জন্য, তাহলে দিল্লি সে বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করবে' বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
দিল্লি, ২ মার্চ: ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের (Indian) ফেরানোর কাজ শুরু করেছে দিল্লি (Delhi)। রাশিয়ার (Russia) বোমাবর্ষণ থেকে বাঁচতে খারকিভ ছাড়ুন ভারতীয়রা। যে কোনওভাবে খারকিভ ছাড়ুন বলে বিদেশ মন্ত্রকের তরফে আর্জি জানানো হয়। ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে যখন একের পর এক বিমান দিল্লিতে ফিরছে, সেই সময় উদ্ধার কাজে অন্য দেশকে সাহায্য করতে ভারত প্রস্তুত বলে জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে।
বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, 'ভারতের নিয়মনীতি অনুযায়ী, যে কোনও দেশকে আমরা সাহায্য করতে প্রস্তুত। কোনও দেশ যদি আমাদের কাছে আবেদন জানায় উদ্ধারের জন্য, তাহলে দিল্লি সে বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করবে' বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। কেউ আবেদন জানালে, আর ভারতের হাতে সেই সুযোগ থাকলে, অবশ্যই সাহায্য করা হবে বলে জানান অরিন্দম বাগচি।
এসবের পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, পূর্ব ইউক্রেনে যাঁরা আটকে, সেখানে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। পূর্ব ইউক্রেনে আটকে যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান অরিন্দম বাগচি। তবে পূর্ব ইউক্রেনে আটকদের উদ্ধার খুব সহজসাধ্য নয়। কারণ পূর্ব ইউক্রেনে প্রবেশের রাস্তা সব সময় খোলা পাওয়া যাচ্ছে না বলেও জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।