Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভে এক নাগাড়ে বোমাবর্ষণ রাশিয়ার, প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার

রুশ সেনা বাহিনীর বোমাবর্ষণের জেরেই ওই ভারতীয় পড়ুয়া প্রাণ হারান বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। খারকিভে যে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে, তাঁর পরিবারের সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে যোগাযোগ করা হচ্ছে।

Russia-Ukraine Conflict (Photo Credit: Twitter)

কিভ, ১ মার্চ: খারকিভে (Kharkyiv) চলছে একনাগাড়ে বোমাবর্ষণ। ইউক্রেনের (Ukraine)  দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে যখন রুশ সেনা এক নাগাড়ে হামলা শুরু করেছে, সেই সময় মঙ্গলবার সকালে প্রাণ গেল এক ভারতীয় (Indian) পড়ুয়ার। রুশ (Russia) সেনা বাহিনীর বোমাবর্ষণের জেরেই ওই ভারতীয় (India) পড়ুয়া প্রাণ হারান বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। খারকিভে যে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে, তাঁর পরিবারের সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে যোগাযোগ করা হচ্ছে।

 

বিদেশ মন্ত্রকের তরফে জানা যাচ্ছে, মৃত পড়ুয়ার নাম নবীন শেখরাপ্পা। কর্ণাটকের ওই পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মঙ্গলবারের মধ্যে ইউক্রেন থেকে সমস্ত পড়ুয়াদের দেশে ফেরানো হবে। ১ মার্চের পর ইউক্রেনে যাতে আর কোনও ভারতীয় পড়ুয়া না থাকেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।