RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির ডাক, ওপিডির বন্ধ দরজা ধাক্কা দিচ্ছে অসহায় রোগীরা

ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে হাসপাতালের বহির্বিভাগ বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধ হাসপাতালে ওপিডি, ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে রোগীদের।

Patients Bang Hospital OPD Doors (Photo Credits: X)

লখনউ, ১৩ অগাস্টঃ আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) জুনিয়র তরুণী শিক্ষককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে পথে নেমেছে চিকিৎসক মহলের একাংশ। মৃতা চিকিৎসকের খুনের ঘটনার দ্রুত উপযুক্ত বিচার এবং হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের বিক্ষোভ, কর্মবিরতি ডাক সব মিলিয়ে হাসপাতালের বহির্ভাগে (OPD) এসে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। দূরদূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ওপিডি-র বাইরে লম্বা লাইন দেখে মাথায় হাত রোগী এবং পরিবারের। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) বিভিন্ন সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট শুরু করেছেন।

কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি (KGMU), কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট (KSSSCI), এবং রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের একাংশ এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (FAIMA) ডাকে হাসপাতালের বহির্বিভাগ বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধ হাসপাতালে ওপিডি, ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতালের বাইরে রোগীদের ভিড় জড়ো হয়েছে। ওপিডির বন্ধ দরজা ধাক্কা দিতে দেখা যাচ্ছে অসহায় রোগীদের। হৃদয় বিদায়ক সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যালমিডিয়ায়।

বৃষ্টি মাথায় নিয়ে চলছে চিকিৎসকদের আন্দোলন... 

যদিও চিকিৎসক ইউনিয়নের তরফে জানানো হয়েছে, রোগীদের জন্যে হাসপাতালের জরুরি পরিষেবা সচল রয়েছে।