Cracks In Doda: আমরা কোথায় যাব? কাতর সুরে প্রশ্ন করছেন ডোডার সবকিছু হারানো বাসিন্দারা

এপ্রসঙ্গে ঘরবাড়ি সবকিছু হারানো নাই বস্তি গ্রামের এক মহিলা বলেন, "আমরা কোথায় যাব? আমরা সারাজীবন ধরে যা পেয়েছি তা দিয়ে বাড়ি বানিয়ে ছিলাম। কিন্তু, সেটাও এখন চলে গেল। আর আমাদের কাছে কিছুই রইল না।"

বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন বাসিন্দারা (Photo Credits: ANI)

ডোডো: আমরা কোথায় যাব? ঘরবাড়ি সবকিছু হারিয়ে এখন কাতর সুরে এই প্রশ্নই করছেন ডোডার থাথ্রির (Doda's Thathri) নাই বস্তি গ্রামের (Nai Basti village) বাসিন্দারা। রবিবার এই এলাকার বাড়িগুলিতে (houses) বিপজ্জনকভাবে ফাটল ধরার (developed cracks) কারণে স্থানীয় প্রশাসনের তরফে এখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এপ্রসঙ্গে ঘরবাড়ি সবকিছু হারানো নাই বস্তি গ্রামের এক মহিলা বলেন, "আমরা কোথায় যাব? আমরা সারাজীবন ধরে যা পেয়েছি তা দিয়ে বাড়ি বানিয়ে ছিলাম। কিন্তু, সেটাও এখন চলে গেল। আর আমাদের কাছে কিছুই রইল না।"

অন্য এক বাসিন্দা বলেন, "গতকাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Geological Survey of India) একটি দল পরিদর্শন (survey) করতে এসেছিল। আমি মাননীয় লেফটেন্যান্ট গভর্নরের (Lt Governor) কাছে অনুরোধ করব যাঁরা এলাকাছাড়া হয়েছেন তাঁদের জন্য জমির (land) ব্যবস্থা করুন। তারা যদি আমাদের শুধু জমি দেয় তাহলে আমরা নিজেদের বাড়ি নিজেরাই বানিয়ে নেব।" আরও পড়ুন: Chine App Banned In India: চিনের বিরুদ্ধে নজরদারি ও তথ্য চুরির অভিযোগে ভারতে বন্ধ হচ্ছে ১৩৮ বেটিং অ্যাপ ও ৯৪ লোন অ্যাপ