Census: দেশ জুড়ে জনগণনা শুরু হচ্ছে ২০২৫ সালেই? অপেক্ষা বড় চমকের বলছে সূত্র

কংগ্রেস-সহ বিরোধী দলগুলির দাবি, এবার জাতপাতের ভিত্তিতে জনগণনা করা হোক। কংগ্রেস তথা বিরোধী দলগুলির এই প্রেক্ষিতে পালটা কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

Narendra Modi (Photo Credits: ANI)

দিল্লি, ২৮ অক্টোবর:  ফের শুরু হচ্ছে 'সেনসাস' অর্থাৎ জনগণনা (Census)। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ২০২৫ সালে শুরু হবে দেশ জুড়ে জনগণনা। যা শেষ হবে ২০২৬ সালের মধ্যে। এই মুহূর্তে দেশের জনসংখ্যা কত, তা জানতেই শুরু হবে জনগণনা বা আদমসুমারী। রিপোর্টে প্রকাশ, ২০২৬ সালে জনগণনা শেষ হলে, তারপর লোকসভা আসনের ডিলিমিটেশন পর্ব শুরু করবে বিজেপি তথা কেন্দ্রের এনডিএ সরকার। যদিও এই খবরের সত্যতা লেটেস্টলি ডট কম খতিয়ে দেখেনি। ২০২৮ সালের মধ্যে লোকসভা কেন্দ্রগুলির ডিলিমিটেশন পর্ব শেষ করা হবে বলে জানানো হয়েছে।

যদিও কংগ্রেস-সহ (Congress) বিরোধী দলগুলির দাবি, এবার জাতপাতের ভিত্তিতে জনগণনা করা হোক। কংগ্রেস তথা বিরোধী দলগুলির এই প্রেক্ষিতে পালটা কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

কংগ্রেসের দাবি, জাতপাতের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার জনগণনা করতে চাইছে না। তারা ওবিসি সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিচ্ছে না। সেই কারণেই কেন্দ্রের এনডিএ সরকার জাতপাতের ভিত্তিতে জনগণনার বিষয়টিকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

তবে আগামী বছর জনগণনা হলে, সেখানে দেশের মানুষের মধ্যে কতজন জেনারেল কাস্ট কিংবা ওবিসি অথবা এসসি, এসটি সম্প্রদায়ের, তার চিত্র সামনে আসবে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।