Reliance Jio 5G services: দেশের ১৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫০ টি শহরে শুরু হল রিলায়েন্স জিও-র ৫জি পরিষেবা, কোন রাজ্য রয়েছে দেখে নিন তালিকা
আজ দেশের ১৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫০ টি শহরে রিলায়েন্স জিও তার ৫জি পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে
৫ অক্টোবর থেকে ভারতে চালু হয়েছে রিলায়েন্স জিও-র ৫জি (Jio 5G) পরিষেবা। প্রথম পর্যায়ে দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসী- এই চার শহরে চালু হয়েছে জিও-র ৫জি সার্ভিস। ইতিমধ্যেই রিলায়েন্স জিও-র (Reliance JiO) তরফে গ্রাহকদের জন্য একটি একটি জিও ৫জি ওয়েলকাম অফার (Jio 5G Welcome Offer) চালু করা হয়েছে যারা এই পরিষেবা পাওয়া উপযুক্ত তাদেরকে। এই নোটিফিকেশন পাওয়ার পর জিও-র ৫জি সার্ভিস অ্যাকসেস করতে পারবেন ওই নির্দিষ্ট গ্রাহকরা।
গত ১৫ই জানুয়ারী মকরসংক্রান্তির দিন কাকিনাড়া, কুর্নল (অন্ধ্রপ্রদেশ), শিলচর (আসাম), দাভানাগির, শিভামোগ্গা, বিদার, হসপেট, গাডাগ-বেটাগরি (কর্ণাটক), মালপ্পুরাম, পালাক্কাড, কোট্টায়ম, কান্নুর (কেরালা), টিরুপ্পুর (তামিলনাড়ু), নিজামাবাদ, খাম্মাম (তেলেঙ্গানা) এবং বরেলি (উত্তরপ্রদেশ)-এর মত ১৬টি শহরে ৫জি চালু করেছে জিও।
আর আজ cচা রিলায়েন্স জিও(Reliance Jio) তার ৫জি (True 5G) পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। দেখে নিন সেই প্রেস রিলিজ-