Delhi Air Pollution: বায়ু দূষণ কমাতে সম্পূর্ণ লকডাউনের পথে যেতে তৈরি দিল্লি, সুপ্রিম কোর্টকে জানাল কেজরিওয়ালের সরকার
শীতের মুখে দিল্লির বায়ুদূষণ ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছে। করোনার আতঙ্কে কাটতেই স্বাভাবিক জীবনে ফিরছে দিল্লি। তার মানেই দিল্লির রাস্তায় গাড়ি মিছিল, যানজট আর বায়ুদূষণ। শীতে যে বায়ুদূষণ তীব্র হয়ে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়, চোখ জ্বালা করে, কালো ধোঁয়ায় দিনেই রাতে পরিণত হয় দেশের রাজধানী। প্রতি বছর দিওয়ালির পরই দিল্লির বায়ুদূষণের মাত্রা ভয়ঙ্কর জায়গায় যায়।
নতুন দিল্লি, ১৫ নভেম্বর: দিওয়ালি শেষে শীতের মুখে দিল্লির বায়ুদূষণ (Delhi Air Pollution) ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছে। করোনার আতঙ্কে কাটতেই স্বাভাবিক জীবনে ফিরছে দিল্লি। তার মানেই দিল্লির রাস্তায় গাড়ি মিছিল, যানজট আর বায়ুদূষণ। শীতে যে বায়ুদূষণ তীব্র হয়ে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়, চোখ জ্বালা করে, কালো ধোঁয়ায় দিনেই রাতে পরিণত হয় দেশের রাজধানী। প্রতি বছর দিওয়ালির পরই দিল্লির বায়ুদূষণের মাত্রা ভয়ঙ্কর জায়গায় যায়। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index) ছাড়িয়েছে। যেখানে এই মান ৪০০- ছাড়ালেই শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতির বলে মনে করা হয়। এইসব রুখে বায়ুদূষণ কমাতে এবার দিল্লিতে সম্পূর্ণ লকডাউন করতে তৈরি বলে সুপ্রিম কোর্টকে জানাল দিল্লি সরকার। অরবিন্দ কেজরিওয়ালের সরকার সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় জানিয়েছে, স্থানীয় দূষণ কমাতে সম্পূর্ণ লকডাউনে তৈরি তারা। সম্পূর্ণ লকডাউনে গিয়ে দিল্লির বায়ুদূষণ অনেকটাই কমবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেজরিওয়াল সরকার।
তবে দিল্লির পাশাপাশি হরিয়ানার গুরগাঁও, উত্তরপ্রদেশের নয়ডা সহ এনসিআর-এর বাকি অঞ্চলেও এই কারণে একযোগে লকডাউন করা হয়, সে কথাও জানিয়েছে দিল্লি সরকার। পাশাপাশি সব ধরনের নির্মাণ এবং ভাঙার কাজও ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার ব্যাপারে নির্দেশের কথাও হলফনামায় বলা হয়েছে। আরও পড়ুন: দিল্লির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে, পাঁচটা বাড়িতে ক্ষয়ক্ষতি
লকডাউনের এই পদক্ষেপ তখনই ফল দেবে, যদি দিল্লির সংলগ্ন রাজ্যগুলিতে থাকা জাতীয় রাজধানী এলাকাতেও চালু করা হয়। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বলা হয়েছে, দিল্লির আকারের প্রেক্ষিতে বায়ুর মান উন্নত করতে লকডাউনের প্রভাব সীমিত। সরকারের তরফে বলা হয়েছে, এই সমস্যা এনসিআর অঞ্চলের সঙ্গে জড়িত এয়ারশেডের স্তরে সমাধান প্রয়োজন।