RBI Monetary Policy Meet 2022: মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে ফের রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাংকের, জানালেন গভর্নর শক্তিকান্ত দাস
গত কয়েক মাসে লাগাতার বেড়েই চলেছে রেপো রেট। এর ফলে সামগ্রিক ভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছে। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার টানা বেড়ে চলেছে।
৫ ডিসেম্বর শুরু হওয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে ফের রেপো রেট (Repo Rate) বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক (RBI)। বুধবার ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস(RBI Governor Shaktikanta Das) জানিয়েছেন, মোট ৬ সদস্যের বৈঠকে ৫ সদস্যের সম্মতিক্রমে কেন্দ্রীয় ব্যাঙ্ক বুধবার এই সিদ্ধান্তে উপনীত হয় যে, আরও একবার রেপো রেট বাড়ানো হচ্ছে। ফলে রিজার্ভ ব্যাঙ্ক-এর নয়া সুদের হার হল ৬.২৫ শতাংশ। যা কিনা গত আর্থিক বছরের শেষে ছিল ৪.০০ শতাংশে।
গত কয়েক মাসে লাগাতার বেড়েই চলেছে রেপো রেট। এর ফলে সামগ্রিক ভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছে। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার টানা বেড়ে চলেছে।সেই সঙ্গে বাড়ছে অন্যান্য ঋণের ইএমআইও। এর আগে সেপ্টেম্বরে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট। যার ফলে ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধির হার। এবার তা আরও বাড়ল।
Repo Rate কী?
যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) দেশের অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাঁকে বলে রেপো রেট। এই সুদের হার বাড়লে ব্যাঙ্কগুলিও তাঁদের লোনের উপর সুদ বৃদ্ধি করে, ফলে তখন সাধারণ মানুষের উপর লোনের খরচ বাড়ে। বৃদ্ধি পায় ইএমআই (EMI)। অন্যদিকে রেপো রেট (Repo Rate) এর উল্টোটিও ঘটে। যখন ব্যাঙ্কের থেকে RBI ঋণ নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট।