RBI Extends Moratorium On Loans: ঋণে মোরাটোরিয়াম আরও ৩ মাস বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

ঋণে (Loans) মোরাটোরিয়াম (Moratorium) আরও ৩ মাস বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সমস্ত রকম টার্ম লোনের উপর তিন মাস মোরাটোরিয়াম অগাস্ট পর্যন্ত থাকবে। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হয়েছে। তারা তিন মাস ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারবে। ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত যে সব ঋণের ইনস্টলমেন্ট পেমেন্ট বকেয়া রয়েছে তা তিন মাস পিছিয়ে যাবে। এবং সেই অনুসারে ঋণ শোধ করার মেয়াদও পিছিয়ে যাবে।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Photo Credits: IANS/File)

নতুন দিল্লি, ২২ মে: ঋণে (Loans) মোরাটোরিয়াম (Moratorium) আরও ৩ মাস বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সমস্ত রকম টার্ম লোনের উপর তিন মাস মোরাটোরিয়াম অগাস্ট পর্যন্ত থাকবে। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হয়েছে। তারা তিন মাস ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারবে। ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত যে সব ঋণের ইনস্টলমেন্ট পেমেন্ট বকেয়া রয়েছে তা তিন মাস পিছিয়ে যাবে। এবং সেই অনুসারে ঋণ শোধ করার মেয়াদও পিছিয়ে যাবে।

লকডাউনের মেয়াদ বাড়ায় অনেক মানুষই উপার্জন করতে পারছেন না। কারণ কাজের জায়গা এখনও পুরোপুরি খোলেনি। তাই মোরাটোরিয়ামের মেয়াদ আরও ৩ মাস বাড়াল আরবিআই। এতে করে সাধারণ মানুষের হাতে নগদের যোগান বাড়বে। যারা মোরাটোরিয়ামের সুবিধা নেবেন তাঁদের এই তিন মাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হবে না। অগাস্টের পরই কাটা হবে। আরও পড়ুন: RBI Slashes Repo Rate: করোনা মোকাবিলায় ঋণ নেওয়ার পথকে সরল করতে ৪০ বেসিস পয়েন্টে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক

শুক্রবার সকাল দশটায় সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়েছে। গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। সেকারণেই রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। বর্তমানে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। (রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার যোগান বাড়ে।) রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ।