Ranaghat Lok Sabha Election Results 2024 Live: রানাঘাটে কি এ বার বিজেপিকে সরিয়ে ফুটবে ঘাসফুল? জেনে নিন বিস্তারিত

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নবদ্বীপ বাকি ৬ বিধানসভাতেই জিতেছিল বিজেপি। তাই বোঝাই যাচ্ছে এই কেন্দ্রে বিজেপির সংগঠন বেশ শক্তিশালী। আবারও জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এ বার কার দখলে যায় রানাঘাট লোকসভা তাই-ই এখন দেখার।

কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্যতম কেন্দ্র হল রানাঘাট (Ranaghat)। শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ,নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ এবং চাকদা মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ ই মে। এই কেন্দ্র থেকে এ বার তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী। তিনি ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির হয়ে লড়ছেন জগন্নাথ সরকার। অন্যদিকে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন অলকেশ দাস। এই কেন্দ্রের বর্তমান সাংসদ জগন্নাথ সরকার।

২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত এই কেন্দ্রের ক্ষমতা ছিল তৃণমূল কংগ্রেসের হাতে। ২০১৯ সালে এই কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে ২ লক্ষ ৩১ হাজারেরও বেশি ভোটে জেতেন জগন্নাথ সরকার। মোট ৭ লক্ষ ৮৩ হাজার ২৫৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপালি বিশ্বাস। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের বিশ্বাস রমা। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নবদ্বীপ বাকি ৬ বিধানসভাতেই জিতেছিল বিজেপি। তাই বোঝাই যাচ্ছে এই কেন্দ্রে বিজেপির সংগঠন বেশ শক্তিশালী। আবারও জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এ বার কার দখলে যায় রানাঘাট লোকসভা তাই-ই এখন দেখার।