Ram Mandir Inauguration: ভক্তদের রামমন্দির দর্শনে চালু ই-কার পরিষেবা, ১০ কিমি যেতে লাগবে ২৫০টাকা (দেখুন ভিডিও)

অযোধ্যায় ইলেকট্রিক কার ট্যাক্সি পরিষেবার স্থানীয় সুপারভাইজার দিলীপ পান্ডে জানান- "বর্তমানে আমাদের কাছে ১২টি গাড়ি রয়েছে যা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করা যাবে।

Electric cars service in Ayodhya photo Credit: Twitter@ANINewsUP

২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় তৈরি হওয়া নবনির্মিত রামমন্দিরের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণপ্রতিষ্ঠার পর তা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। ইতিমধ্যেই দেশজুড়ে ভক্তদের সাড়া পাওয়া যাচ্ছে  অযোধ্যা ধামে আসার। এবার সেইসব তীর্থযাত্রীদের সুবিধার জন্য বৈদ্যুতিক গাড়ি পরিষেবা চালু করা হল অযোধ্যায়। ইভি প্লাস ফোর-হুইলার ই-গাড়ি  যেখানে চার যাত্রীর বসার ক্ষমতা রয়েছে সেরকম ১২ টি গাড়ি নিয়ে প্রথম পর্যায় শুরু হয়েছে এই প্রক্রিয়ায়। 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের অধীনে ভারতে তৈরি ইভি গাড়িগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অযোধ্যায় ইলেকট্রিক কার ট্যাক্সি পরিষেবার স্থানীয় সুপারভাইজার দিলীপ পান্ডে জানান- "বর্তমানে আমাদের কাছে ১২টি গাড়ি রয়েছে যা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করা যাবে। তবে ২২জানুয়ারির মধ্যে আরও গাড়ি আনা হবে। ভাড়া ধার্য করা হয়েছে ১০ কিলোমিটারের জন্য ২৫০ টাকা এবং ১২ ঘন্টার জন্য ৩০০০ টাকা।"