Raksha Bandhan 2023: 'পাকিস্তানি' বোনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে চান দক্ষিণ আফ্রিকার নাগরিক
গত ৩০ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ। জন্মসূত্রে পাকিস্তানি হলেও, কামার মহসিন বর্তমানে ভারতের বাসিন্দা। করোনার জন্য গত ২ বছর কামার মহসিন শেখ দিল্লিতে আসতে পারেননি।
দিল্লি, ২২ অগাস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে চান দক্ষিণ আফ্রিকার এক নাগরিক। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যে যে পরিবর্তন এনেছেন বিদেশনীতিতে, তা যে শুধু ভারতের ক্ষেত্রেই লাভজনক তা নয়, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও তা লাভদায়ক। প্রসঙ্গত ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Raksha Bandhan 2023: প্রধানমন্ত্রীকে রাখি পরাতে দিল্লিতে হাজির মোদীর 'পাকিস্তানি' বোন
প্রসঙ্গত গত ৩০ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখ। জন্মসূত্রে পাকিস্তানি হলেও, কামার মহসিন বর্তমানে ভারতের বাসিন্দা। করোনার জন্য গত ২ বছর কামার মহসিন শেখ দিল্লিতে আসতে পারেননি। এবার তিনি দিল্লিতে হাজির হয়েই দাদা নরেন্দ্র মোদীর হাতে রাখি পরাবেন বলে জানান।