Rajnath Singh, Karara Jawab and China: সীমান্ত বিবাদ নিয়ে চিনকে হুঁশিয়ারি রাজনাথের সিংয়ের
কেউ ভারতে হামলা চালালে আমাদের বাহিনী কড়া জবাব দেবে। আমরা কখনও কারও জমি দখল করিনি, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তবে আমরা উপযুক্ত জবাব দেওয়ার মতো অবস্থানে রয়েছি
আন্তর্জাতিক সীমান্তে একাধিক চ্যালেঞ্জের মুখে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সম্প্রতি NDTV-তে প্রথম প্রতিরক্ষা সম্মেলনে রাজনাথ সিং বলেন, 'আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি শান্তির সময়ও আমাদের প্রস্তুত থাকতে হবে।' তিনি বলেন, 'স্থল, বায়ু বা সমুদ্র যেখানেই হোক না কেন... কেউ ভারতে হামলা চালালে আমাদের বাহিনী কড়া জবাব দেবে। আমরা কখনও কারও জমি দখল করিনি, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তবে আমরা উপযুক্ত জবাব দেওয়ার মতো অবস্থানে রয়েছি।' কাশ্মীর ও লাদাখের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে চীনের সঙ্গে অব্যাহত উত্তেজনার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে রাজনাথ সিং-এর এই মন্তব্যকে। Jammu and Kashmir: আজ জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুষ্ঠানে যোগ দিতে শ্রীনগরের বকশী স্টেডিয়ামের দিকে জনতা(দেখুন ভিডিও)
প্রতিরক্ষা ক্ষেত্রের কথা বলতে গিয়ে 'আত্মনির্ভর ভারত'-এর দিকে সরকারের নজর দেওয়ার কথাও বলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, '২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রতিরক্ষা ক্ষেত্রকে আমাদের প্রধান অগ্রাধিকার দিয়েছিলাম। 'আত্মনির্ভরতা'কে উৎসাহিত করা হয়েছিল... আমরা অনেক মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগ চালু করেছি এবং আমাদের ফোকাস ছিল সামরিক আধুনিকীকরণের দিকে। তিনি আরও যোগ করে বলেন, 'আমি বলছি না যে আগের সরকারগুলি প্রতিরক্ষা খাতে জোর দেয়নি। কিন্তু আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে 'আত্মনির্ভরতা' এনেছি।'