Rajnath Singh (Photo Credit: X)

আন্তর্জাতিক সীমান্তে একাধিক চ্যালেঞ্জের মুখে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সম্প্রতি NDTV-তে প্রথম প্রতিরক্ষা সম্মেলনে রাজনাথ সিং বলেন, 'আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি শান্তির সময়ও আমাদের প্রস্তুত থাকতে হবে।' তিনি বলেন, 'স্থল, বায়ু বা সমুদ্র যেখানেই হোক না কেন... কেউ ভারতে হামলা চালালে আমাদের বাহিনী কড়া জবাব দেবে। আমরা কখনও কারও জমি দখল করিনি, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তবে আমরা উপযুক্ত জবাব দেওয়ার মতো অবস্থানে রয়েছি।' কাশ্মীর ও লাদাখের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে চীনের সঙ্গে অব্যাহত উত্তেজনার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে রাজনাথ সিং-এর এই মন্তব্যকে। Jammu and Kashmir: আজ জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুষ্ঠানে যোগ দিতে শ্রীনগরের বকশী স্টেডিয়ামের দিকে জনতা(দেখুন ভিডিও)

প্রতিরক্ষা ক্ষেত্রের কথা বলতে গিয়ে 'আত্মনির্ভর ভারত'-এর দিকে সরকারের নজর দেওয়ার কথাও বলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, '২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রতিরক্ষা ক্ষেত্রকে আমাদের প্রধান অগ্রাধিকার দিয়েছিলাম। 'আত্মনির্ভরতা'কে উৎসাহিত করা হয়েছিল... আমরা অনেক মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগ চালু করেছি এবং আমাদের ফোকাস ছিল সামরিক আধুনিকীকরণের দিকে। তিনি আরও যোগ করে বলেন, 'আমি বলছি না যে আগের সরকারগুলি প্রতিরক্ষা খাতে জোর দেয়নি। কিন্তু আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে 'আত্মনির্ভরতা' এনেছি।'


আপনি এটাও পছন্দ করতে পারেন

BJP CM Race: মুখ্যমন্ত্রী বাছতে পদ্ম-র্যবেক্ষক, শিবরাজের ভাগ্য ঝুলে খাট্টারের হাতে, বসুন্ধরার রাজনাথ সিংয়ের ওপর

Rajnath Singh Attacks Congress: রাজস্থানে অন্তঃকলহ নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ রাজনাথ সিং-এর

Rajnath Singh In Siaha: উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য মোদির নেতৃত্বাধীন সরকারের প্রশংসা, ভিডিয়োতে শুনুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর বক্তব্য

Rajnath Singh On Ram Janmabhoomi: রাম মন্দির আন্দোলন শুরু করেছিল শিখরা, বলছেন রাজনাথ সিং

Rajnath Singh On Sikkim Floods: সিকিমের বন্যা নিয়ে টুইট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর, সেনা ও নাগরিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ

C-295 Transport Aircraft: ভারতে এল বায়ুসেনার প্রথম সি-২৯৫ পরিবহনকারী বিমান

World's Highest Fighter Airfield: বেজিং-কে বার্তা! লাদাখে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধবিমানের ঘাঁটি বানাচ্ছে দিল্লি

‘Aatmanirbharta’ in Defence: আত্মনির্ভরতা বাড়াতে ৯২৮টি প্রতিরক্ষা সামগ্রীর দেশীয়করণে অনুমোদন কেন্দ্রের