Rafale Jet: দেশের অস্ত্রাগারে রাফাল যোগ- ফ্রান্সে রাফাল জেটের আনুষ্ঠানিক হস্তান্তরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
দেশের অস্ত্রাগারে যোগ হল রাফাল। আজ, বায়ু সেনা দিবসে প্যারিসে বিমানের নির্মাণকারী সংস্থা দাসোঁর কারখানায় প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছে। এখানেই শস্ত্র পুজো করার কথা আছে তাঁর। রাজনাথ সিংয়ের তিন দিনের ফ্রান্স সফরে সবার নজর ছিল রাফালের দিকেই।
প্যারিস, ৮ অক্টোবর: দেশের অস্ত্রাগারে আনুষ্ঠানিকভাবে যোগ হল রাফাল (Rafale Jet)। আজ, ভারতীয় বায়ু সেনা দিবসে প্যারিসে বিমান নির্মাণকারী সংস্থা দাসোঁর কারখানায় প্রথম রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক হস্তান্তরে হাজির থেকে প্রথম রাফাল বিমানগ্রহণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছে ভারতের। তবে আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হলেও, তা হাতে আসতে আগামী বছর লেগে যাবে।
২০২০ সালের মে মাস নাগাদ প্রথম ধাপে চারটি যুদ্ধবিমান আসবে বায়ুসেনার হাতে। তার একটা আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হল। রাফালের হস্তানরের পর দশেরা উপলক্ষ্যে শস্ত্র পুজো করলেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রীর তিন দিনের ফ্রান্স সফরে সবার নজর ছিল রাফালের দিকেই। চুক্তির চার বছরের মাথায় প্রথম রাফাল যুদ্ধবিমান পেল ভারত। রাফাল হাতে আসা নিয়ে রাজনাথ সিং জানান, এতে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়বে। আরও পড়ুন-১১ সদস্যর বদলে ৩ ভারতীয় ইঞ্জিনিয়রকে মুক্তি দিল তালিবান
রাফাল নিয়ে বিতর্ক কম হয়নি। লোকসভা নির্বাচনে এই রাফাল ইস্য়ুতেই নরেন্দ্র মোদিকে হারাতে চেয়েছিল কংগ্রেস। আদালত পর্যন্ত গড়িয়েছিল রাফাল বিতর্ক। তবে লোকসভা নির্বাচনে বিজেপি-র বড় জয়ের পর রাফালের সব পথের কাঁটা দূর হয়।
কয়েক বছর ধরেই বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছে বর্তমান সরকার। প্রয়োজনের তুলনায় বায়ু সেনার হাতে অ্যাটাকিং বিমান কম রয়েছে। সেই কারণেই ফ্রান্স থেকে রাফাল (Rafale) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সংখ্যা মাত্র ৩৬। ৮ অক্টোবর ভারতের হাতে প্রথম তুলে দেওয়া হবে রাফাল। পাশাপাশি বিদেশ থেকে আরও ১২৪টি যুদ্ধ বিমান কিনতে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। দেশীয় প্রযুক্তিকে তৈরি তেজস যুদ্ধ বিমান পেতেও আগ্রহী বায়ু সেনা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৮৩টি তেজস মার্ক-১ বিমানের অর্ডার দেওয়া হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে (Hindustan Aeronautics Limited)।
প্যারিসেই 'শস্ত্রপুজো' Shastra Pooja) সারলেন তিনি। অস্ত্রপুজো হিন্দুদের অতি প্রাচীন রীতি। যেখানে সেনারা তাদের অস্ত্রের পুজো করতেন। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিবছর অস্ত্রপুজো করতেন রাজনাথ সিং। এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী। এবার নিয়মের অন্যথা হবে না।