Rajasthan Shocker: বান্ধবীর অন্য জায়গায় বিয়ে, দুঃখে গায়ে ডেটোনেটর দিয়ে আত্মহত্যা রাজস্থানের যুবকের (দেখুন টুইট)

জানা গেছে স্থানীয় বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল নীলেশের। একই গোত্রের অন্তর্গত হওয়ার কারণে তারা বিয়ে করতে পারেনি। এদিকে মেয়েটির অন্য কোথাও বিয়ে ঠিক হওয়ায় ওই যুবক ভেঙে পড়েন

Explosion at Gelatin Factory in Kochi (Photo Credit: ANI)

রবিবার রাতে উদয়পুরের  ঋষভদেব থানা এলাকার মাসার ওবেরি গ্রামে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। বান্ধবীর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ায় নিজের গায়ে ডেটোনেটর লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করলেন এক যুবক।সকালে যুবকের রক্তাক্ত বিকৃত লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ তদন্ত করলে জানা যায়, তিনি ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে স্থানীয় বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল নীলেশের। একই গোত্রের অন্তর্গত হওয়ার কারণে তারা বিয়ে করতে পারেনি। এদিকে মেয়েটির অন্য কোথাও বিয়ে ঠিক হওয়ায় ওই যুবক ভেঙে পড়েন এবং খনিতে ব্যবহার করার ডেটোনেটর গলায় বেঁধে বিস্ফোরণ ঘটান, এতে ঘাড় ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীর টুকরো টুকরো হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক মাসার ওবেরি গ্রামের বাসিন্দা রাজমল মীনার ছেলে নিলেশ (২৪)।  প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসাবে পুলিশ প্রেমঘটিত সন্দেহ করছে। পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বান্ধবীর এনগেজমেন্ট নিয়ে চিন্তিত ছিলেন নীলেশ। গ্রামের পাশের খনি এলাকায় শ্রমিকের কাজ করতেন।সেখান থেকেই বিস্ফোরক নিয়ে এই ঘটনা ঘটান তিনি।