Rajasthan Shocker: কিশোরী কন্যাকে গণধর্ষণের পর দেহ পুড়িয়ে দেওয়া হল কয়লার চুল্লিতে, ভয়াবহ ঘটনা

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকার পরিবারের কথা শুনে পুলিশ খোঁজ শুরু করে। ওই নাবালিকার পরিবার জানান, তাঁদের বাড়ির মেয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ। সকালে গবাদি পশু নিয়ে চরাতে বেরলেও, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও ওই কিশোরী ঘরে ফেরেনি। এরপরই কিশোরীর দাদা পুলিশের কাছে যান।

Representational Image (Photo Credit: PTI)

জয়পুর, ৩ অগাস্ট: রাজস্থান থেকে উঠে এল ভয়াবহ ঘটনার খবর। এবার ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে, তাকে খুন করা হয়। খুনের পর ওই নাবালিকার দেহ কয়লার চুল্লিতে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ এবং নির্মমভাবে খুনের অভিযোগে রাজস্থানের ভিলওয়ারা জেলার নৃসিংহপুরা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকার পরিবারের কথা শুনে পুলিশ খোঁজ শুরু করে। ওই নাবালিকার পরিবার জানান, তাঁদের বাড়ির মেয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ। সকালে গবাদি পশু নিয়ে চরাতে বেরলেও, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও ওই কিশোরী ঘরে ফেরেনি। এরপরই কিশোরীর দাদা পুলিশের কাছে যান। এরপর বোনকে খুঁজতে খুঁজতে তাঁরা কয়লার চুল্লির কাছে গেলে, সেখানে আধপোড়া হাড় দেখতে পান। প্রচণ্ড বৃষ্টির জেরে হাড়গুলি আধপোড়া অবস্থায় দেখতে পেয়ে, তাঁরা ততক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন।

খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর ৩ জনই স্বীকার করে, তারাওই নাবালিকাকে গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে দিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্রেসলেট এবং জুতো উদ্ধার করেছে। নমুনা পরীক্ষা করতে ফরেন্সিকে পাঠানো হয়েছে বলে খবর।