Rain In Mumbai: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জারি হল লাল সতর্কতা, স্কুল-কলেজে ছুটি ঘোষণা

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আন্ধেরি, কুর্ল, বান্দুপ, কিং’স সার্কেল, ভিলে পার্লে এবং দাদর এলাকার মানুষ। কার্যত গৃহবন্দি তাঁরা।

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (ছবি:ANI)

মুম্বইঃ রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে ভিজছে মুম্বই (Mumbai)। যার জেরে জলমগ্ন মায়ানগরীর বিস্তীর্ণ এলাকা। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই থমকে গিয়েছে মুম্বইয়ের জনজীবন। রাস্তায় জল জমার কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার, ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে মন্থর গতি দেখা গিয়েছে বিমান পরিষেবাতেও। রেললাইনে (Rail Line) জল দাঁড়িয়ে যাওয়ার কারণে বিঘ্ন ঘটে রেল (Rail)পরিষেবাতেও। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বাণিজ্যনগরীর বেশকিছু এলাকায় জারি সতর্কতা। এই পরিস্থিতিতে মঙ্গলবার, থানে এবং মুম্বইয়ের বেশকিছু স্কুল এবং কলেজ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। সোমবার, কিছু স্কুল-কলেজে অর্ধদিবস ছুটি দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। তারপর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় আজ, পুরোপুরি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার রাত ১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। সাত-আট ঘণ্টার বৃষ্টি কাবু করে দিয়েছে মুম্বইবাসীকে। রাস্তায় হাঁটু পর্যন্ত জল। রাস্তায় জলের স্রোতে কোথাও-কোথাও ভেসে গিয়েছে গাড়ি। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আন্ধেরি, কুর্ল, বান্দুপ, কিং’স সার্কেল, ভিলে পার্লে এবং দাদর এলাকার মানুষ। কার্যত গৃহবন্দি তাঁরা।



@endif