Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে নয়া রেল লাইন! জঙ্গি হামলার পর বেড়েছে নিরাপত্তা, শেষ মুহর্তে বাড়ানো হয়েছে ট্রায়াল রান

সপ্তাহখানেক আগে রিয়াসিতে হওয়া জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে কয়েকদিন বাদে এখানেই শুরু হবে বিশ্বের উচ্চতম চেনাব ব্রিজে (Chenab Rail Bridge) ট্রেন চলাচল। চেনাব রেল ব্রিজের কাজ এই মুহূর্তে শেষের পর্যায়ে। তবে রিয়াসিতে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদীদের আগামী টার্গেট হতে পারে এই রেল লাইন। আর সেই কারণেই এখানে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। সেই সঙ্গে স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পাশাপাশি বাড়ানো হয়েছে ট্রায়াল রানও। এই উচ্চতম ব্রিজটি রামবান জেলার সাঙ্গালদান এলাকা থেকে রিয়াসি পর্যন্ত করা হয়েছে। ফলে এই এই চেনাব সেতুতে হামলার প্রবল সম্ভবনা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

এই প্রজেক্টে কাজ করা এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আজ একটি ওয়াগান টাওয়ার সফলভাবে রিয়াসি স্টেশনে পৌঁছালো। আমরা খুবই খুশি একইসঙ্গে গর্বিত এই কাজটি সফলভাবে করতে পেরে। একাধিক কর্মী দীর্ঘদিন রাতদিন এক করে সফলভাবে এই কাজটি করতে পেরেছে। আজই ট্রায়াল রান শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আমরা উচ্ছসিত ওইদিনটি দেখার জন্য।

৪৮.১ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ দুনিয়ার অষ্টম আশ্চর্য। উচ্চতায় আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি উঁচু এই সেতু। এর মোট উচ্চতা ৩৫৯ মিটার। দৈর্ঘ্য ১৩১৫ মিটার। গত ২০ ফেব্রুয়ারি এই সেতুর উদ্বোধন হলেও রেলের চাকা এখনও গড়ায়নি। রেল আধিকারিক সূত্রের খবর, আগামী কয়েকমাসের মধ্যে সক্রিয়ভাবেৈ চালু হবে এই চেনাব সেতু।