India-Middle East-Europe Economic Corridor: দিল্লি ঘোষণা ও ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে কী বললেন অশ্বিনী বৈষ্ণব! দেখুন ভিডিয়ো

সদ্য সমাপ্ত জি ২০ সম্মেলনের ফলাফল হিসেবে নয়াদিল্লি জি ২০ লিডার্স সামিট ডিক্লারেশন ও ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর দুটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

Photo Credits: ANI

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত জি ২০ সম্মেলনের ফলাফল হিসেবে নয়াদিল্লি জি ২০ লিডার্স সামিট ডিক্লারেশন (New Delhi G20 Leaders' Summit Declaration) ও ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর  (India-Middle East-Europe Economic Corridor) দুটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। রবিবার সন্ধ্যায় এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)।

অর্থনৈতিক করিডোরের ফলে ভারত-সহ বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিকাঠামো আরও উন্নত হবে বলে দাবি করেছেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ এই অঞ্চলগুলির জীবনযাপনের মধ্যে খুব ভালো মিল আছে। এখানকার মানুষের মধ্যে একই রকমের চিন্তাভাবনা (common thinking) ও মূল্যবোধ রয়েছে। এখন ভারত ও ইউরোপের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব কমে যাবে। এর ফলে ভারত, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে ব্যবসা (trade), পরিবহন (transport), সুযোগ (facilities) ও সুবিধা (opportunities) বহু গুণে বৃদ্ধি পাবে।"

দেখুন ভিডিয়ো:

নয়াদিল্লি জি ২০ লিডার্স সামিট ডিক্লারেশন সম্পর্কে অশ্বিনী বৈষ্ণব বলেন, "পৃথিবীতে বিভিন্ন বিভাগ রয়েছে। এই বিভাজন এবং সমস্যা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদীর টেলিফোন কলে বিশ্ব নেতারা তাদের দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে রাখতে সম্মত হয়েছেন। দিল্লি ঘোষণা (Delhi Declaration) তারই একটি সুস্পষ্ট ফলাফল। এটা ভারতের দৃষ্টিভঙ্গি কীভাবে গৃহীত হয় তা দেখাচ্ছে। মানুষ তাদের মধ্যে থাকা বিভেদ ভুলে ঐক্যের (unity) বার্তা গ্রহণ করছে।" আরও পড়ুন: PM Modi Visits Crafts Bazaar: ভারত মণ্ডপমের হস্তশিল্প প্রদর্শনীতে ঘুরছেন মোদি, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now