Rahul Gandhi: ভারতের তুলনায় বাংলাদেশ, পাকিস্তানে পেট্রোলের দাম কম কেন? তোপ রাহুলের

ভারতের তুলনায় পিছিয়ে পড়া দেশগুলিতে পেট্রোলের দাম কম হলেও, মোদী সরকার কেন জ্বালানির তেলের দাম ক্রামগত বৃদ্ধি করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩১ মার্চ: সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের (Petrol) দাম। ভারতে (India) পেট্রোল কেন অগ্নিমূল্য, তা নিয়ে প্রতিবাদ শুরু করেছেন কংগ্রেস সাংসদরা। রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বেই অদীর চৌধুরীরা প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন। এসবের মধ্যে ফের ট্যুইট করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ। আফগানিস্তান থেকে পাকিস্তান কিংবা বাংলাদেশ (Bangladesh) , শ্রীলঙ্কা বা নেপাল, ভূটান, সর্বত্র পেট্রোলের দাম ভারতের তুলনায় কম। ভারতের তুলনায় পিছিয়ে পড়া দেশগুলিতে পেট্রোলের দাম কম হলেও, মোদী সরকার কেন জ্বালানির তেলের দাম ক্রামগত বৃদ্ধি করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। পাশাপাশি 'মেহঙ্গাই মুক্ত ভারত' বলেও হ্যাশট্যাশ যোগ করেন নিজের পোস্টের সঙ্গে। দেখুন কী লিখলেন রাহুল গান্ধী...

 

আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির পর থেকেই পুরোহিতদের পুজোপাঠ চলছে অনুপম খেরের বাড়িতে, দেখুন

এদিকে রাহুল গান্ধী যখন দিল্লিতে প্রতিবাদ শুরু করেছেন, সেই সময় প্রিয়াঙ্কা গান্ধীও সিমলায় কর্মসূচি গ্রহণ করছেন। বর্তমানে সিমায় রয়েছেন প্রিয়াঙ্কা। শৈল শহরে থেকেই জ্বালানির তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রিয়াঙ্কা গান্ধী বিক্ষোভ দেখাবেন বলে খবর।