Firing At Bathinda Military Station: ভাটিন্ডায় সেনা ক্যাম্পের সামনে গোলাগুলিতে মৃত ৪; জঙ্গিযোগ নেই, জানাল পুলিশ

ভাটিন্ডা সেনা ক্যাম্পে যে অফিসার্স কোয়াটার রয়েছে, সেখানেই এই গোলাগুলির ঘটনা ঘটে। যে বন্দুকবাজ হামলা চালায় ভাটিন্ডা সেনা ক্যাম্পে, ঘটনার সময় তার পরণে সাধারণ পোশাক ছিল বলে পুলিশের তরফে জানানো হয়।

Punjab (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১১ এপ্রিল:  বুধবার সকালে আচমকাই পাঞ্জাবের ভাটিন্ডার (Bathinda ) সেনা ক্যাম্প লাগোয়া এলাকায় গোলাগুলি শুরু হয়। ভাটিন্ডা সেনা ক্যাম্পের পাশে গোলাগুলি শুরু হতেই, পরপর ৪ জনের মৃত্যু হয় বলে খবর। ভাটিন্ডা সেনা ক্যাম্পে লাগোয়া অঞ্চলে গোলাগুলির জেরে পরপর ৪ জনের মৃত্যু হলেও, ওই ঘটনা জঙ্গি হামলা নয়। কোনও আত্মঘাতী হামলাও ঘটেনি। এমনই জানান পাঞ্জাবের (Punjab) এসএসপি। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা, তা তদন্তের পরই প্রকাশ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়। প্রসঙ্গত বুধবার ভোরের ঘটনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাঁরা ৮০ মিডিয়াম রেজিমেন্টের জওয়ান বলে জানান পাঞ্জাবের ওই পুলিশ আধিকারিক।

ভাটিন্ডা সেনা ক্যাম্পে যে অফিসার্স কোয়াটার রয়েছে, সেখানেই এই গোলাগুলির ঘটনা ঘটে। যে বন্দুকবাজ হামলা চালায় ভাটিন্ডা সেনা ক্যাম্প লাগোয়া অ়্চলে, ঘটনার সময় তার পরণে সাধারণ পোশাক ছিল বলে পুলিশের তরফে জানানো হয়। ওই ঘটনার পরপরই কুইক রেসপন্স টিমকে খবর দেওয়া হয়। সেই সঙ্গে গোটা এলাকা সিল করে দেওয়া হয়। জানা যাচ্ছে, বুধবার ভোর ৪.৩৫ নাগাদ ভাটিন্ডার সেনা ক্যাম্পের অফিসার্স কোয়াটারের সামনেই চলে গোলাগুলি।

 

ঘটনার পরপরই সেনা বাহিনীর তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ওই এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে।  ভোরের ওই গোলাগুলির ঘটনার পর জোর কদমে তদন্ত শুরু করা হয়েছে।