Punjab: পঞ্জাব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিকেশ ৫
পঞ্জাব (Punjab) সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ (BSF)। আজ ভোরে পঞ্জাবের তরনতারন জেলার ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৫ অনুপ্রবেশকারী। তাদের গুলি করে নিকেশ করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে ভিখিইন্দি সাব ডিভিশনের ডাল গ্রামে। একটি একে-৪৭ রাইফেল ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
চণ্ডীগড়, ২২ অগাস্ট: পঞ্জাব (Punjab) সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ (BSF)। আজ ভোরে পঞ্জাবের তরনতারন জেলার ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৫ অনুপ্রবেশকারী। তাদের গুলি করে নিকেশ করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে ভিখিইন্দি সাব ডিভিশনের ডাল গ্রামে। একটি একে-৪৭ রাইফেল ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আজ ভোরের দিকে ঝোপের আড়ালে সন্দেহভাজন কিছু নজরে আসে। তখনই ওই এলাকা ঘিরে ফেলে বিএসএফ-র ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। প্রথমে সতর্ক করা হয়। তারপর শূন্যে গুলি চালায় বিএসএফ। কিন্তু জওয়ানদের সেই সতর্কবাণীকে তোয়াক্কা করেনি তারা। গুলি চালালে পালটা বাধ্য হয়ে গুলি চালায় জওয়ানরা। ঘটনাস্থানেই পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। আরও পড়ুন: ISIS Operative Arrested In Delhi: দিল্লিতে ধৃত সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি, উদ্ধার বিস্ফোরক
দিল্লিতে (Delhi) ধৃত সন্দেহভাজন আইএসআইএস-র (ISIS) এক জঙ্গি। পুলিশের কর্তারা জানিয়েছেন, অভিযুক্ত আবু ইউসুফকে (Abu Yusuf) রাত সাড়ে এগারটার দিকে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special cell) গ্রেপ্তার করেছে। দিল্লির পুলিশ কমিশনার (ডিসিপি) প্রমোদ সিং কুশওয়াহা জানিয়েছেন, ধাউলা কুয়ানে গুলির লড়াইয়ের পরে স্পেশাল সেল ইউসুফকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আইইডি পাওয়া গেছে।