Farmer killed Punjab-Haryana Border: হরিয়ানা সীমান্তে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কৃষকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও তাঁর বোনকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন ভগবন্ত মান
পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে নিহিত কৃষক শুভ করন সিং-এর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, ও তাঁর বোনকে চাকরি দেওয়া হবে।
নয়াদিল্লি: কৃষকদের দিল্লি চলো অভিযানে হরিয়ানা সীমান্তে (Punjab-Haryana Border) গুলিবিদ্ধ হয়ে এক কৃষকের মৃত্যু (Farmer killed) হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই কৃষকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম শুভ করন সিং। কিন্তু হরিয়ানা পুলিশ কৃষকের মৃত্যুর খবর মানতে চায়নি। তবে পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann) বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন:Farmers Protest : কৃষক আন্দোলনে সংঘর্ষের ঘটনাকে জালিওয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা কৃষক নেতার
মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে নিহিত কৃষক শুভ করন সিং-এর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, ও তাঁর বোনকে সরকারি চাকরি দেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান।
দেখুন
কৃষকরা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে দিল্লি চলো মার্চের আয়োজন করে, আন্দোলনরত কৃষকদের দিল্লিতে প্রবেশ রুখতে সীমান্তে বিশাল ব্যারিকেড দিয়েছে পুলিশ। ড্রোন ব্যবহার করেও তাঁদের উপর বারবার কাঁদানে গ্যাসের শেল (Tear Gas Shells) ফাটানো হচ্ছে। সেই আন্দোলন পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে যাওয়ায় সংঘর্য বাধে। হরিয়ানা সীমান্তে কৃষক ও পুলিশের সংঘর্ষে ১ জন কৃষকের মৃত্যু এবং ১২ জন পুলিশ আহত হয়।