পুনে পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরকে মুক্তির নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Photo Credits: X, ANI)

নয়াদিল্লিঃ জামিন পেলেন পুনে পোর্শে দুর্ঘটনায় (Pune Porsche Case) অভিযুক্ত কিশোর। আজ, মঙ্গলবার তাকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। সংবাদ সংস্থা এফপি সূত্রে খবর, বিচারপতি ভারতী ডাংরে ও মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানিয়েছে, ওই নাবালককে হেফাজতে রাখা বেআইনি। অভিযুক্ত কিশোরের কাকিমার জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ ওই নাবালককে সরকারি হোমে রেখে পর্যবেক্ষণ করতে হবে ৷ প্রসঙ্গত, গত ১৮ মে, মধ্যরাতে মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিলেন অভিযুক্ত। পুনে শহরের কল্যাণী নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে  দুই বাইকআরোহীকে পিষে দেয় তার বিলাসবহুল পোর্শে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তথ্যপ্রযুক্তি কর্মী আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের। এরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এই ঘটনায় নাম জড়ায় সরকারি হাসপাতালের দুই চিকিৎসকের। অভিযুক্ত কিশোরের নমুনা বদল করার অভিযোগ ওঠে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে। অবশেষে হিট অ্যান্ড রান মামলায় ওই নাবালককে জামিন দিল বোম্বে হাইকোর্ট৷


আপনি এটাও পছন্দ করতে পারেন

HC On Hijab Ban: মুম্বই কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি নয় হাইকোর্ট

Road Accident: পুনের পোর্শে কাণ্ডের ছায়া ঝাঁসিতে, বৃদ্ধকে পিষে দিল বিলাসবহুল গাড়ি

Pune Porsche Crash: নাবালকদের মদ পরিবেশন, পোর্শেকাণ্ডে তালা পড়ল পুনের পানশালায়

Pune Porsche Crash: পানশালায় বসে দেদার মদ্যপান, পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পুনে পুলিশ

Pune Porsche Crash: পোর্শকাণ্ডে কিশোর অভিযুক্তের ১৫ ঘণ্টার মধ্যে জামিন, এবার গ্রেফতার বাবা

Bombay High Court: মাওবাদী সন্দেহে গ্রেফতার হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপককে বেকুসুর খালাস করল আদালত

Haddi: নওয়াজউদ্দিন অভিনীত ‘হাড্ডি’ সিনেমার মুক্তির স্থগিতাদেশ দিতে রাজি নয় বম্বে হাইকোর্ট

HC On Rape and DNA Test: নাবালিকা তুতো বোনকে ধর্ষণের দায়ে ধৃতকে জামিন দিল বম্বে হাইকোর্ট