Cyclone Fengal: ফেঙ্গালের প্রভাবে জলের তলায় পুচুচেরি, চেন্নাইয়ে চালু বিমান পরিষেবা, দেখুন ভিডিয়ো

রবিবার ভোর ৪ টে থেকে চালু হয়েছে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে আগাম সতর্কতা অবলম্বন করেছিল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর।

ফেঙ্গালের প্রভাবে জলের তলায় পুচুচেরি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ তামিলনাড়ু(Tamil Nadu) সৈকতে(Coast) আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল(Cyclone Fengal)। আর এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে জলের তলায় পুদুচেরি(Puducherry)। টানা দু'দিন ভারী বৃষ্টিপাতর কারণে জলমগ্ন হয়ে পড়েছে পুদুচেরি সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ, বিশেষ করে জল জমেছে পুদুচেরি উপকূলবর্তী এলাকায়। এখনও চলছে বৃষ্টি। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। অন্যদিকে, রবিবার ভোর ৪ টে থেকে চালু হয়েছে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে আগাম সতর্কতা অবলম্বন করেছিল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। রবি ভোরে কাটল সে অচলাবস্থা। প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। ঘণ্টায় যার গতিবেগ ছিল ৮০ থেকে ৯০ কিলমিটার। টানা ৩ থেকে ৪ ঘণ্টা তাণ্ডবলীলা চালিয়ে দক্ষিণপূর্বে অগ্রসর হয়েচ

 

ফেঙ্গালের প্রভাবে জলের তলায় পুচুচেরি

চেন্নাইয়ে চালু বিমান পরিষেবা, দেখুন ভিডিয়ো