PM Narendra Modi: নিজের বাসভবনে লক্ষ্য সেনদের সঙ্গে আড্ডায় প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক গেমসে ১টি রুপো সহ মোট ৬টি পদক জেতে ভারত। বেশ কিছু খেলায় ভারতীয়দের লড়াই নজর কাড়ে।

PM Narendra Modi with Indian Olympians. (Photo Credits: x)

নতুন দিল্লি, ১৬ অগাস্ট: সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক গেমসে ১টি রুপো সহ মোট ৬টি পদক জেতে ভারত। বেশ কিছু খেলায় ভারতীয়দের লড়াই নজর কাড়ে। দেশে ফিরে ভারতীয় অলিম্পিয়ানরা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে এদিন যান প্যারিস অলিম্পিকে খেলা ভারতীয় অ্যাথলিটরা। মানু ভাকের থেকে লক্ষ্য সেন, শ্রীজেশ থেকে মীরাচাঈ চানু-দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করতে দেখা যায় মোদী-কে। দেশের অলিম্পিয়ানদের সামনে কিছুক্ষণ বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাও ছিলেন ভারতীয় অলিম্পিয়ানদের সঙ্গে।

প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে নজির গড়েন তারকা শ্যুটার মানু ভাকের। ভারতীয় পুরুষ হকি দল টানা দুটো অলিম্পিকে পদক জেতে। নীরজ চোপড়া টানা দুটো অলিম্পিকে অ্যাথলেটিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেন। প্যারিসে শ্যুটিং থেকে ভারত মোট ৩টি পদক জেতে। কুস্তিতে ব্রোঞ্জ পদক জেতেন আমন শেহরওয়াত। আরও পড়ুন-

দেখুন ভিডিয়ো

তবে এর বাইরে এবার প্যারিস অলিম্পিকে বাকি সব কিছুতেই ভারতীয়দের নিয়ে হতাশার চিত্র দেখা যায়। ব্যাডমিন্টন থেকে টেনিস, বক্সিং থেকে জুডো। সব জায়গাতেই খালি হাতে ফেরে ভারত। পাকিস্তান এবার প্যারিসে সোনা জিতলেও ভারতের ঝুলি শূন্য থাকে। তাই পদক তালিকায় পাকিস্তানের চেয়ে পিছনে থাকে ভারত।