Narendra Modi Attacks Congress: উত্তর-পূর্বের তিনটি রাজ্যে ভালো ফলের পর কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদির, দেখুন ভিডিয়ো
ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পর এই জয়কে ছোট রাজ্যের জয় নিয়ে বেশি মাতামাতি করা ঠিক নয় বলে মন্তব্য করেছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
নয়াদিল্লি: ত্রিপুরা (Tripura), নাগাল্যান্ড (Nagaland) ও মেঘালয় (Megalaya) বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির (BJP) ভালো ফলের পর এই জয়কে ছোট রাজ্যের (Small state) জয় (Victory) নিয়ে বেশি মাতামাতি করা ঠিক নয় বলে মন্তব্য করেছিল কংগ্রেসের (Congress) শীর্ষ নেতৃত্ব। তার জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে (New Delhi) অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আজকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কংগ্রেসের শীর্ষ নেতারা এই রাজ্যগুলিকে ছোট বলে তাচ্ছিল্য করেন। বলেন, এই নির্বাচনের ফলাফল কোনও বিষয়ই নয়। আসলে দলটি এই রাজ্যগুলিকে কোনও গুরুত্ব দিতেই রাজি নয়। এটা প্রমাণ করে যে তাদের ভারত জোড়োর (Bharat Jodo) উদ্দেশ্য আসল ছিল না। আর তারা ছোটদের ঘৃণা (hatred) করে। আমি কংগ্রেসকে বলতে চাই আপনাদের এই ঘৃণা ভবিষ্যতে আপনাদের আরও খারাপ হাল করবে।" আরও পড়ুন: Amit Shah: বেঙ্গালুরুতে অমিত শাহের সফর উপলক্ষে ব্যাহত হবে যান চলাচল, বিজ্ঞপ্তি জারি করে জানাল পুলিশ
একসময়ে কংগ্রেস বিজেপিকে ব্যবসায়ীদের ( Baniya Party) ও মধ্যবিত্তদের দল (middle class party) বলে কটাক্ষ করত। বৃহস্পতিবার এই বিষয়টি উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, "কংগ্রেস আমাদের বেনিয়া পার্টি, শেহরি মিডল ক্লাস পার্টি বলে ডাকত ও অপমান করত। কিন্তু, এখন গোটা ভারত এই দলকে বিশ্বাস করছে। এমনকী আমরা দেখতে পাচ্ছি গুজরাটের পিছিয়ে পড়া সম্প্রদায়, উপজাতি অধ্যুষিত এলাকার মানুষরাও আমাদের দলকে সমর্থন জানাচ্ছেন। নাগাল্যান্ড ও মেঘালয়ে যেখানে ক্রিশ্চান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রচুর সেখানেও বিজেপিকে প্রচুর মানুষ সমর্থন করছে। কিছু মানুষ বলছে মর যা মোদি (mar ja Modi)। কিন্তু, দেশ বলছে মৎ যা মোদি (mat ja (don't go away) Modi)।"