First Lieutenant Governor of Jammu and Kashmir: কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম রাজ্যপাল হলেন গিরিশচন্দ্র মুর্মু, সত্যপাল মালিক যাচ্ছেন গোয়ায়

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকছেন না সত্যাপাল মালিক, তিনি বদলি হয়ে যাচ্ছেন গোয়ায়। তাঁর জায়গায় নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যাপালের দায়িত্বে আসছেন গিরিশচন্দ্র মুর্মু। এই গিরিশচন্দ্র মুর্মু (Girish Chandra Murmu) গুজরাট ক্যাডারের একজন আইএএস, তথা নরেন্দ্র মোদির অত্যন্ত বিশ্বাসভাজন। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন জিসি মুর্মু রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। এবার সেকথা মনে রেখেই এই আইএএসের কাঁধে বড়সড় দায়িত্বভার অর্পিত হল।

জিসি মুর্মু (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ২৫ অক্টোবর:  জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকছেন না সত্যাপাল মালিক, তিনি বদলি হয়ে যাচ্ছেন গোয়ায়। তাঁর জায়গায় নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যাপালের দায়িত্বে আসছেন গিরিশচন্দ্র মুর্মু। এই গিরিশচন্দ্র মুর্মু (Girish Chandra Murmu) গুজরাট ক্যাডারের একজন আইএএস, তথা নরেন্দ্র মোদির অত্যন্ত বিশ্বাসভাজন। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন জিসি মুর্মু রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। এবার সেকথা মনে রেখেই এই আইএএসের কাঁধে বড়সড় দায়িত্বভার অর্পিত হল। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাধাকৃষ্ণ মাথুর। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) জম্মু ও কাশ্মীর এবং লাদাখের নতুন রাজ্যপালের নাম ঘোষণার পাশাপাশি মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করেন শ্রীধরণ পিল্লাইকে।

রাজভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন পদের দায়িত্বভারের জন্য যে দিনক্ষণ নির্দিষ্ট হয়েছে সেদিনই প্রত্যেক রাজ্যপাল তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন। সেইভাবে মাথুর ও মুর্মু তাঁদের নতুন দায়িত্ব বুঝে নেবেন। গত ৫ আগস্ট মোদি সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫-এর এ ধারা তুলে নেয়, উপত্যকার বিশেষ স্টেটাসও খর্ব করা হয়। একই সঙ্গে রাজ্যটিকে দুভাগে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। একদিকে রয়েছে জম্মু ও কাশ্মীর। আর অন্যটি হল লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪-তম জন্মজয়ন্তী। ওই দিন তেকেই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেতে চলছে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। আরও পড়ুন-Indian Army Chief General Bipin Rawat: অধিকৃত কাশ্মীর, গিলগিট ও বাল্টিস্তান ভারতের অংশ, পাকিস্তান এই অঞ্চলগুলিকে বেআইনিভাবে দখল করেছে: সেনাপ্রধান বিপিন রাওয়াত

গত ৫ আগস্টে উপত্যকার প্রশাসনিক ভোল বদলে যতেই সীমান্তের ওপারে অশান্তি শুরু হয়েছে। পাকিস্তান যেনতেন প্রকারেণ কাশ্মীর নিয়ে বিশ্বের দরবারে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে তবে লাভের লাভ কিছু হয়নি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now