Prajwal Revanna Rape Case Row: ধর্ষণের অভিযোগ থেকে স্বস্তি মিলল না, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের জামিনের আবেদন খারিজ আদালতে

কর্ণাটকের বিশেষ তদন্তকারী দলের হেফাজতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কর্ণটক পুলিশের এসাইটি এবং বিশেষ দলের তরফে তদন্ত শুরু করা হয়।

Prajwal Revanna (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ২৬ জুন: প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna)  জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বুধবার বেঙ্গালুরুর একটি আদালতের তরফে প্রজ্জ্বল রেভান্নার জামিনের আবেদন বাতিল করে দেওয়া হয়।  লোকসভা নির্বাচনের মাঝে কর্ণাটকের একটি থানায় জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রজ্জ্বলের পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও দায়ের করা হয় অভিযোগ।

কর্ণাটকের বিশেষ তদন্তকারী দলের হেফাজতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কর্ণটক পুলিশের এসাইটি এবং বিশেষ দলের তরফে তদন্ত শুরু করা হয়।

আরও পড়ুন: Prajwal Revanna: যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নাকে আর ৫ দিনের জেল হেফাজতে পাঠালো আদালত

গত ৩১ মে প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশের এসআইটি। জার্মানি থেকে ফেরার পর বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে।



@endif