Jaishankar's Attack On Rahul Gandhi: ভারতকে খাটো করে চিনের বন্দনা করার অভিযোগে রাহুলকে নিশানা জয়শঙ্করের, দেখুন ভিডিয়ো
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিশানায় আবার রাহুল গান্ধী। রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের অপমান করছেন, নিচে দেখাচ্ছেন।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S.Jaishankar) নিশানায় আবার রাহুল গান্ধী (Rahul Ganhi)। রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের অপমান করছেন, নিচে দেখাচ্ছেন। এমন অভিযোগে সরব হলেন জয়শঙ্কর। ইন্ডিয়া টুডে-র কনক্লেভে গিয়ে জয়শঙ্কর বললেন, " চিনকে নিয়ে বলতে গেলেই সবার জানা কথা রাহুল গান্ধী শুধু একটা কথাই বলবেন। সেটা হল চিনের প্রশংসা আর ভারতকে নিচে দেখানো।"
এরপর জয়শঙ্কর বলেন, "চিনের প্রশংসা করে রাহুল বলেছিলেন, কীভাবে চিন সবচেয়ে বড় উতপাদক হল এবং এটা সত্যি। কিন্তু ভারতের প্রোডাকাশন বা উতপাদনের কথা এলেই রাহুল সেটা শুধুই কোনও কারণ ছাড়াই নিচে দেখানোর চেষ্টা করেন। আরও পড়ুন-যারা বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন কিরেন রিজিজু
দেখুন কী বললেন জয়শঙ্কর
রাহুল বলেছিলেন, মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। এমনকী আমার যখন কোভ্যাক্সিন তৈরি করেছিলেন, তখনও রাহুল বলেছিলেন এটা কাজ করছে না।"আসলে ভারতকে যতটা নিচে দেখানো যায় তার সব চেষ্টাই রাহুল করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চিনকে নিয়ে রাহুলের প্রশংসাকে রাজনৈতিক স্বার্থের কথা বললেন জয়শঙ্কর। জয়শঙ্কর বললেন, যখন কেউ ভারতকে ছোট করে চিনের বন্দা তখন সেটা তার খারাপ লাগে।