Poonch Terror Attack: ভোটের মাঝে পুঞ্চে জঙ্গি হামলা, চান্নির কটাক্ষের পর মোদী সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য লালু-পুত্র তেজ প্রতাপের
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও পুঞ্চে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন। ওমর আবদুল্লা বলেন, পুঞ্চে হামলার পর স্পষ্ট, জম্মু কাশ্মীরের পরিস্থিতি একটুও বদলায়নি।
দিল্লি, ৬ মে: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চিরঞ্জিত সিং চান্নির পুঞ্চে জঙ্গি হামলা 'ইলেকশন স্টান্ট' মন্তব্য নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় তেজ প্রতাপও করলেন বিতর্কিত মন্তব্য। পুঞ্চে (Poonch) সন্ত্রাসবাদী হামলার জেরে আরজেডি নেতা তথা লালু-পুত্র তেজ প্রতাপ (Tej Pratap) কটাক্ষ করেন। তেজ প্রতাপ বলেন, 'কার জন্য শহিদ হয়েছে? মোদীজির জন্য শহিদ হয়েছে। আগে কেউ কোথায় শহিদ হত' বলে পালটা প্রশ্ন তোলেন আরজেডি নেতা। পুঞ্চে সন্ত্রাসবাদী হামলার পর লালু প্রসাদ যাদবের ছেলের ওই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
এদিকে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও পুঞ্চে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন। ওমর আবদুল্লা বলেন, পুঞ্চে হামলার পর স্পষ্ট, জম্মু কাশ্মীরের পরিস্থিতি একটুও বদলায়নি। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জোড়া হবে বলে কেন্দ্রের মন্তব্যের কটাক্ষও ওমর আবদুল্লা করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীরের একটি অংশকেই কেন্দ্র সামলাতে পারছে না অপর অংশ জুড়বে বলছে। যে অংশ ভারতের হাতের মধ্যে নেই, তাকে ভারতের অন্তর্ভুক্ত করা হবে' বলে কেন্দ্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান ন্যাশনাল কনফারেন্স নেতা।