Dehradun Car Accident: মদ বিক্রিতে জারি হোক আইনি নিষেধ, দেরাদুনের মর্মান্তিক দুর্ঘটনায় শিহরিত অভিনেত্রী পূজা ভাট

দেরাদুনের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট। অভিনেত্রীর অভিযোগ, অ্যালকোহলের নেশায় দুর্ঘটনার শিকার হয়ে নিত্য কত প্রাণ যাচ্ছে। তাও প্রকাশ্যে সেই মাদক বিকোচ্ছে।

Pooja Bhatt Reacts on Dehradun Car Accident (Photo Credits: X, Instagram)

Dehradun Car Accident: বন্ধুদের সঙ্গে দেদার মদের পার্টি। মদ্যপ অবস্থায় গভীর রাতে গাড়ি চালাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় পিষে পথের বলি হয়েছে ছয়টি তরুণ তাজা প্রাণ। উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনের ঘটনা রাতের ঘুম কেড়েছে কতশত মায়ের। কয়েক মুহূর্তের মধ্যে তাজা প্রাণগুলো লাশে পরিণত হয়েছে। দেরাদুনের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা (Dehradun Car Accident) নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt)। অভিনেত্রীর অভিযোগ, অ্যালকোহলের নেশায় দুর্ঘটনার শিকার হয়ে নিত্য কত প্রাণ যাচ্ছে। তাও প্রকাশ্যে সেই মাদক বিকোচ্ছে। অ্যালকোহলের বিক্রিতে আইনগতভাবে নিষেধাজ্ঞা জারি করা উচিৎ।

গত ১২ নভেম্বর গভীর রাতে দেরাদুনের ওএনজিসি চকে বিএমডব্লিউ গাড়ির (BMW) সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে কলেজ পড়ুয়াদের গাড়ি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে গাড়িটি গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকে। মুহূর্তে সব শেষ। একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে গাড়িটি। ভিতরে থাকা ছয় কলেজ পড়ুয়ার (তিনজন তরুণ, তিনজন তরুণী) ঘটনাস্থলেই মারা গিয়েছে। রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। টুকরো হয়ে পড়ে মুণ্ডহীন দেহ। ব্যস্ত রাস্তায় বয়ে যাচ্ছে রক্তের বন্যা। ঘটনাস্থলের রক্তমাখা সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

এক্স হ্যান্ডেলে কী লিখলেন পূজা ভাট, দেখুন... 

 

দুর্ঘটনার তদন্তে পুলিশের হাতে মদের তথ্য উঠে এসেছে। পুলিশ জানায়, মৃতরা প্রত্যেকেই মদ খেয়ে ছিলেন। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, মাত্রাতিরিক্ত গতি ছিল গাড়ির। মদ্যপ অবস্থায় একটি বিএমডব্লিউ-র সঙ্গে রেষারেষি করছিল গাড়িটি। সেই সময়েই প্রচণ্ড গতিতে ট্রাকের পিছনে ধাক্কা মারে ইনোভা। দুর্ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt) এক্স হ্যান্ডেলে লেখেন, 'মাদক আমাদের  মস্তিষ্ককে ধীর করে দেয়। আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে এবং প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটায়। তাও এটি প্রকাশ্যে বিকোচ্ছে। আইনগতভাবে অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ।'